পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রফুল্ল جون মাকে প্রণাম করবো, আবার ভায়েদের মুখ দেখবো, আবার স্ত্রীর সঙ্গে আলাপ করবে, আবার ছেলের মুখচুম্বন করবো ; সমস্ত দিন কাজে ভুলে থাকতুম, আসবার সময় মনে হ’ত যে, আমার জুড়ি চলতে পাছে না, আমি উড়ে বাড়ীতে যাই । দশ মিনিট দেরী আমার দশ ঘণ্টা বোধ হ’ত। গাড়ী থেকে নেমে দোরে ছেলেকে দেখতে, উপরে উঠে ভায়েদের দেখতেমূ, বাড়ীর ভিতর তোমাদের দেখতেম ; বাড়ী আসতেম—স্বৰ্গে আসতেম! আজি সেই বাড়ী আমার নরক । বাড়ী আমার না, জুরি করে এ বাড়ীতে রয়েছি। মা আমার চান না, বিষয় চান ; পরিবার আমায় দেখেন না, বিষয় দেখেন ; ভাই আমায় দেখেন না, বিষয় ব্রাগিয়ে নেন। বাঃ! কি মুখের সংসার। তবে আমার কাকে দেখতে বল ? আমার আর শক্তি কই ? জোচ্চোর জোচ্চোর, জোচ্চোর । মা, আমি জোচ্চোর ! ছি হি fছ । উমা । বাবা, আমায় তুমি কেন তিরস্কার ক’চ্ছ ? আমি তোমার বিষয় দেখি নি, আমি প্রাণরক্ষার জন্য অনুরোধ করেছিলেম ; তুমি টাকার শোকে মদ ধ’ল্পে, সকলে বল্পে তুমি বাড়ী বেচলে প্রাণে মারা যাবে। যোগেশ। প্রাণের জন্ত, তুচ্ছ প্রাণ যেতই বা ! মৃ, তুমি কাঞ্চন ফেলে কাচে গেরে নিয়েছ মান খুইয়ে প্রাণের দরদ করেছ। সমস্ত বেচে যদি আমার দেন শোধ না হ’ত, যদি আমি জেলে যেতেম, যদি টাকার শোকে আমার মৃত্যু হ’ত, আমার মনে এই শান্তি থাকৃতে, এ জীবনে আমি কারুর সঙ্গে প্রবঞ্চনা করি নি। সে শান্তি আজ বিদায় দিয়েছি, আর ফিয়বে না, বিশ্বাস ভঙ্গ ক’রে তার দোর খুলে দিয়েছি। পীতা । বাবু, আপনি প্রতিপালক, অন্নদাতা, আপনার সঙ্গে কথা কইতে ভয় হয় ; আপনি বিবেচক বিবেচনা ক’রে দেখুন, সপরিবার ডোবাবেন না।