পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক ჯs) যোগেশ। পীতাম্বর, আবার নূতন কথা ! সপরিবার ডোবাব না ব’লেই রেজেষ্টারি করে দিয়েছি, সপরিবার রক্ষা হ’ক্‌ আমায় ছেড়ে দাও । মীন গিয়েছে, মান গিয়েছে, বুঝেছ পীতাম্বর, দুনাম রটেছে । জ্ঞানদা। ওগে, আমাদের গলায় ছুরি দিয়ে তোমার যা ইচ্ছে তাই কর । যোগেশ। কেন, আমার গরজ কি ? ইচ্ছা হয়, গঙ্গা আছে, বীপ দাও ; আগুন আছে, পুড়ে মর ; বঁটা আছে, গলায় দাও ; বিষ আছে, কিনে থাও ; আমায় কেন ব’লছ ? আমার উপায় আমি ক’চ্ছি, তোমাদের উপায় তোমরা কর । পীত। বাবু, একটু ঠাণ্ড হ’ন, সব ফিয়বে, সব পাবেন। যোগেশ। কি ফিয়বে, কি পাব ? স্বীকার করি টাকা ফিরে পেতে পারি, কিন্তু কলঙ্ক কখনই ঘুচ বে না ; কারুর কখনও ঘোচেনি। রাজা যুধিষ্ঠিরকেও মিথ্যাবাদী বলে। এ দুঃখের সংসারে ভগবান একটা রত্ব দেন, সে রত্ব যা’র আছে, সেই ধন্য ! স্বনাম । রাজার মুকুট অপেক্ষাও স্বনাম শোভা পায়, দীন দরিদ্র এ রত্বের প্রভাবে ধনী অপেক্ষাও উন্নত, বিজ্ঞের পরম বিজ্ঞতার পরিচয়, মূৰ্খ বিদ্বান অপেক্ষাও পূজ্য হয়। সে রত্ন আমার নাই, আছে মদ—চল হে যাই । যোগেশ ও জ্ঞানদার প্রস্থান উমা । ওরে, আমার কি সৰ্ব্বনাশ হ’ল ! পীতা । গিন্নি মা, গিল্লি মা, কাদবার দিন পাবেন। একটী কথা বলি শুনুন, থানায় শুন্‌লেম, মেজ বাবু ছোট বাবুকে ধরিয়ে দিয়েছেন । উমা । আঁ্যা ! বল কি ? রমেশ কোথায় ? তা’কে ডাক । পীতা । আমি তাকে খুজে পাচ্ছি নি । উম। দেখ–খুঁজে দেখ ; শীগগির আমার কাছে নিয়ে এস। দীনবন্ধু ! এ কি আবার শুনলেম্।

  • ीठांच८ब्रङ्ग ●इन