পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8 প্রফুল্লা প্রফুল্লর প্রবেশ প্রফুল্প। ও মা, ঠাকুরপোকে আনতে পাঠিয়ে দাও মা,—ম, শীগগির আনৃতে পাঠিয়ে দাও। উম। তুই বাছ আর মড়ার উপর খাড়ার ঘা দিস নি। প্রফুল্ল । ওম, তোমার পায়ে প’ড়ি মা, বটঠাকুরকে ব’লে ঠাকুপোকে আন ঠাকুরপে খেয়ে যায় নি। আনতে পাঠাও মা, আনতে পাঠাও নইলে আমি বাঁচবো না মা, তোমার পায়ে পড়ি । উমা। আর্তে পাঠিয়েছি, তুই চুপ কর। প্রফুল্ল। মা, তুমি আমায় ভঁাড়িও না, তোমরা পরামর্শ করেছ— ঠাকুরপোকে শাসিত ক’বে; আমি ভুলবো না, আমি এইখানেই বসে রইলেম, আমি খাব না কিছু না । উম। যাই, একবার বাবার কাছে যাই, তিনি কি উপায় করেন দেখি । তুই আয়, এখানে একলা বসে কি ক’বি ? প্রফুল্ল। না, আমি যাব না, ঠাকুরপোকে না দেখে উঠবে না। আমার মাকৃড়ীর জন্তে ঠাকুরপোকে ধ’রেছে, আমি সব গয়না খুলে বাস্কয় পুরেছি, যদি ঠাকুরপোনা ফিরে আসে, বাস্ক শুদ্ধ জলে ফেলে দেব, - །ཨta আমিও জলে ঝাপ দেব । শে এলে উমামুনারীর প্রস্থান রমেশ । ওরে তুই এখানে বসে রয়েছিস্ ? প্রফুল্ল। ওগো ঠাকুরপোকে ধরেছে,তুমি শিগগির ঠাকুরপোকে নিয়ে এস। রমেশ। শোনু আমি সেইখান থেকেই আসছি, কাল যদি কেউ সাহেব টায়েব জিজ্ঞাসা ক’বৃতে আসে– e প্রফুল্ল। ওমা ! সাহেব আসবে কি গো ? আমি সাহেবের সাম্নে বেরুব কেমন ক’রে ? •