পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক ‘ෂණූ রণেশ। দোরের পাশ থেকে কথা কইতে হৰে। প্রফুল্ল । ওমা! আমি তা পাবে না। রমেশ । শোন, স্বাকামো করিম এখন। তোকে জিজ্ঞাসা করবে যে স্বরেশকে মাকৃড়া তুমি দিয়েছিলে ? তুই বলিস্—ন, বাক্স ভেঙ্গে নিয়েছে। প্রফুল্ল। ন', তাতো না, আমি মাদুলী আনতে দিয়েছিলুম। রমেশ ।. তুই বলবি, বাক্স ভেঙ্গে নিয়েছিল। প্রফুল্ল । ও মা, কি ক’রে বলবো ? কুশ কি ক’রে ব’লবি কি ? যেমন ক'রে কথা ক’চ্ছিল, তেমূনি . ক’রে ব’লবি । এই কথা বলতে আর পাবি নি ? প্রফুল্ল। না, আমি তা পাবে না। রমেশ । পাবি নি, তবে তোকে সাহেব ধরে নিয়ে যাবে। প্রফুল্ল। আমি মা’কে ডাকি, আমি মা’র কাছে যাই । রমেশ । শোন শোন, তুই এ কথা না ব'ল্পে সুরেশের মেয়াদ ফয়ে যাবে, মেয়েমানুষের ঠেয়ে ঠকিয়ে নিয়েছে শুনলে, সাহেব বড় রাগ ক’বে, স্বরেশকে কয়েদ দেবে। প্রফুল্ল । ওগো, তুমি আমার সব গয়না দিয়ে ছাড়িয়ে নিয়ে এস,ঠাকুরপোর জন্তে আমার বড় প্রাণ কেমন ক’বৃছে, আমি মিছে কথা বলতে পাবে না, ঠাকুরুশ বলেন, "দিদি বলেন, মিছে কথা কইলে নরকে যায় । রমেশ । তবে সুরেশ জেলে যাকৃ। প্রফুল্ল। না গে, তুমি নিয়ে এস । রমেশ । আমার কথা শুনৃবি নি ? আমি তোর স্বামী, মা তোকে শিখিয়ে দিয়েছেন জানিস্, স্বামী গুরুলোক, স্বামীর কথা শুনতে হয়। প্রফুল্ল। আমি মাকে জিজ্ঞাসা করি ।