পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রফুল্ল "פט কাঙ্গালী। ও তোর বাপের পিণ্ডি, কি কথা বলছে, শোন না। মদন। হ্য, হ্যা, পিণ্ডির স্থল, পিণ্ডির স্থল ! বশরক্ষা ! বংশরক্ষা ! জগ। তুমি যদি ক’নে চাও, একটী কথা বলতে হবে, এই কথ,—তুমি ঘরে ছিলে, তুমি দেখেছ যে চিঠি ছিড়ে নোট বা’র করে নিয়েছে। সাহেব যখন জিজ্ঞাসা করবে, তুমি বলবে যে, চিঠি ছিড়ে নিয়েছে। " মদন ও বাবা, সাহেব । জগ। হ্যাঁ, হ্যাঁ, তোমায় জমাদার এখনি নিতে আসবে ! মদন। ও বাবা ! আমি না—আমি না— জগ। শোন না, ব্যাটাছেলে, অত ভয় পাচ্ছে কেন ? মদন। দোহাই জমাদার সাহেব ! আমি না—আমি— वक्रब tषांtसबू &यडून কাঙ্গালী। জগা, তোর যেমন বিষ্ঠে, পাগলার কাছে এসেছিস্ সাক্ষী ক’ৰ্ত্তে, দেখ, দেখি, কত বড় অপমানটা হ’ল ! আমার সাম্নে তোকে ক’নে বল্লে । জগ। তোর মতন গাধা শুওর আর জন্মায় না; যদি পাগলাটাকে দে বলাতে পাকুম, তা হ’লে ম্যাজিষ্টারের কি বিশ্বাস জন্মাত বল দেখি ? যোগেশের প্রবেশ যোগেশ। কে বাবা তোময় যুগলে ! তোমরা কি রমেশ ভায়ার ইষ্টিদেবতা ? যাও কেন, যাও কেন, যদি কৃপা ক’রে দর্শন দিলে, প্রাণ ঠাণ্ড ক’রে যাও ; যেও না, যেও না, যেদোকে এনে দিচ্ছি, আড়ছে মার। সঙ্কলের এস্থান