পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক ዓ› (young man, you will be punished for your confession ) ইন্টার। তোমার কবুল দেওয়াতে সাজ হবে। স্বরেশ। সাজা হয় হ’ক, আমার মৃত্যুই শ্রেয়! যখন আমার ভাই আমায় মেয়াদ দেবার জন্য মিথ্য সাক্ষী দিলেন, না না—হলপ ক’ত্তে প্রস্তুত, যখন আমার এই বিপদ জেনে দাদা মেজদাকে বারণ করেন নি, তিনিও আসেন নি, তখন আমি বুঝতে পারছি যে, আমিই ঘরের কণ্টক, সে কণ্টক দূর হওয়াই আবশ্বক। আমার বাড়ীর কথা জানেন না,—ম আমার সাবিত্ৰী ! আমার দাদা সাক্ষাৎ সদাশিব । বড় ভাজ অন্নপূর্ণ । ছোট ভাজ সরল সোণার প্রতিমা ! মেজদা" উকিল, আমি নিগুণ, আমার দূর হওয়া উচিত। ১ম উকিল। হি ইজ স্পিকিং আওরে পুলিশ পায়ুম্বয়েসন ( He is speaking under Police persuation ) I ম্যাজিষ্ট্রেট। নো হেল্প, আই হাব ওয়ারও হিম ( No help, I have warned him ) l of Wis বলিটেছ ফিরাইয়া না লইলে টোমার সাজা হুইবে । সুরেশ । ধৰ্ম্ম-অবতার। সাজা দিন, এই আমার প্রার্থনা । আমার মত নরাধমের চোর-ডাকাতের সঙ্গে বাস হওয়া ভিন্ন আর কি হ’তে পারে । আমি একজন পোদ্ধারকে মজাতে ব’সেছি, আমার নির্দোষী বন্ধুকে মজাতে বসেছি, অকলঙ্ক কুলে কলঙ্ক এনেছি—কুলাঙ্গারকে দণ্ড দিন। ম্যাজিষ্ট্রেট। নোট-চুরির কঠা কি বলে ? জমা ৷ ইস্কা কুচ গাওয়া নেই হার খোদাবন,। স্বরেশ। ধৰ্ম্ম-অবতার। এ মকদ্দমায়ও আমি দোষী ! যে বন্ধু আমার মুখ থেকে খাবার দেয়, তাকে আমি নীচাশয় নরাধমের কাছে নিয়ে গিয়ে চোর অপবাদ দিয়েছি ।