পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գշ প্রফুল্ল ম্যাজিষ্ট্রেট। টোমার পোনের ডিবস কঠিন পরিশ্রমের সহিট কারাগার হইল। মিটার পিয়ারসন, আই ডিসচার্জ ইয়ের ক্লায়েণ্ট (Mr. Pearson I discharge your client ) og Tf Fw 1 (NT FIATA SAf#fn" ( Thank yourWorship ) ম্যাজিষ্ট্রেট, ইণ্টাত্মগ্রেটার ওউকিলগণের প্রস্থান জমা । তোমূ এস বেকুব, যাও জেলমে যাও। শিব। জমাদার সাহেব, দাড়াও দাড়াও, আমার বন্ধুকে একবার দেখি !' সুরেশ, ভাই, তোমার এই দশা হ’লে । তুমি সদাশয় আমি জানতেম, কিন্তু তুমি যে বন্ধুর জন্ত প্রাণ দিতে প্রস্তুত;তা কখনও আমি জানি নি। তোমার কাছে আমি বন্ধুত্ব শিখলেম ; তোমার বন্ধুত্ব আমি এ জন্মে ভুলব না, আর যদি পারি, এ ঋণের এক কণাও শোধ বার চেষ্ট পাব । স্বরেশ, ভাই একবার কোল দাও । আমার কোন গুণ নেই, তোমার কিছুই ক’ত্তে পারবো না, কিন্তু এ কথা নিশ্চয় ষে’ন যে, আমার প্রাণ দিয়েও যদি তিলমাত্র উপকার হয়, আমি এই দণ্ডে প্রস্তুত। যদি আমার ক্ষুদ্র কুটার থাকে-আধখানি তোমার, যদি একখানি বস্ত্র থাকে—আধথানি ছি ড়ে তোমায় দেব, যদি এক মুঠো অল্প থাকে— অধিমুঠে তোমায় দেব, ভাইরে, আমি বুঝতে পেরেছি, তোমার ভাই-ই তোমার শত্রু। কিন্তু দাদা, আজ থেকে আমি তোমার ছোট ভাই ! তোমার নফর ! পাহার। চল! চল! হাড় বড়াও মৎ । জমা । আরে রহে রহে!— সুরেশ । শিবনাথ, আমার একটি অনুরোধ রেখ’-অামার মত লোকের কুসঙ্গ ছেড়ে সৎ হও, লেখাপড়ায় মন দাও, মানুষ হবার চেষ্ট পাও, আমি আমার বুড়ে মা’র বুকে বজ্রাঘাত ক’রে চ’ল্লেম, কুলে কলঙ্ক দিলেম! তুমি ভাই, তোমার মাকে সদগুণে মুখী করে, যদি কখন?