পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক ዓ¢ iীতা । প্রাপ্ত করান। - গঙ্গালী । উৰ্ত্তম উৰ্ত্তম, কিন্তু পরিলোচনা করে দেখুন, অম্নি তে কিছু হয় না, আপনাকে একটি কার্য্য করতে হবে, কোন কষ্ট নাই । গীত। কি কাজটা শুনি ? গঙ্গালী । শাদা কাজ, অতি গলিজ কাজ, কোন কষ্ট না, আপনার প্রতি আড়ষ্ট হয়েছি, এই নিমিত্তই প্রস্তাব করা । গীত। কাজ যে গলিজ, তা আপনার দর্শনেই বুঝেছি। গঙ্গালী । বুঝবেনই তো—বুঝবেনই তো, আপনি অতি অজ্ঞ_ গীতা । পাচশো টাকা কে দেবে ? কাঙ্গালী । আমি আপনাকে দিব, আপনি আমার বন্ধু হ’লেন, আপনার সহিত প্রবঞ্চন ক’বে না, আমার কথা সৰ্ব্বথাই অনটল পাবেন। পীতা । কাজটা কি বলুন না ? কাঙ্গালী। আপনি আপনার প্রদেশে পর্য্যবেক্ষণ করুন, আর কিছুই না, জায়গা-জমি কিতুন, ভোগদখল করিতে রন্ধন । পীতা । কথাটা তো এই, যোগেশ বাবুকে ছেড়ে চলে যাই ? তা হচ্ছে না, আমি তার পরিবারকে দিয়ে নালিস রুজু করাচ্ছি। রমেশ বাবুকে বলবেন,–কিছু না পারি, তার জুরি আমি আদালতে প্রকাশ ক’রে দিচ্ছি। কাঙ্গালী। এই কথাটি আপনি অবিভীষিকার মতন বরেন। পীতা । অবিভীষিক কেন ? ঘোরতর বিভীষিক সাম্নে দেখছি, আবার অবিভীষিকা কোথায় ! কাঙ্গালী । এ কার্য্যে আপনার লাভ কি ? পীত । লাভ এই, আমার অন্নদাতা প্রতিপালককে রক্ষা ক’যুবো, দুৰ্জ্জনকে সাজা দেব । কাঙ্গালী । ভাল, পাচশত টাকায় না রাজী হন,হাজার টাকা দেওয়া যাবে।