পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক 이이 রমেশ । শোন, কাঙ্গালী শোন । আমি দুর্জন বটে ? পীতা। রমেশ বাবু, আপনি লোকালয়ে মুখ দেখান কেমন করে, আমি তাঙ্ক স্থাবি। এক ভাইকে জেলে দিলেন, বড় ভাই—খে বাপের মতন প্রতিপালন করে এল, তারে ঘরোয়ান দিয়ে বাড়ী ঢুকতে দিলেন না। রমেশ । তোমার এমনি আক্কেলই বটে, বাড়ীর ভেতরে মাত লামো করবেন, আর আমি কিছু বলবো না। আর বাড়ীতে ওঁর অধিকার কি ? উনি তো কনভে ( convey ) ক’রে দিয়েছেন, আমি আমার ক্লায়েণ্টস্ বিহাফে (Client’s behalf ) দখল ক’রেজি । পীত । টাকা দিলেন না, কিছু না, অমনি কন্‌ষ্ঠে (convey) হ’য়ে গেল ? রমেশ । টাকা দিই নি—তুমি এমন কথা বল ? তোমার নামে ডিফামেসন স্বট ( Defamation suit) o'c's oritz Czzs?ifo sift; মর্টগেঞ্জের কাপি দেখে এস, বরাবর হাগুনোট কেটে এসেছেন, তাই হ্যাগুনোটের টাকা জড়িয়ে মটগেজ দিয়েছেন । পীত । আপনার সঙ্গে আমার তর্কের দরকার নেই, আপনি যা জানেন করুন, আমি যা জানি ক’ত্ববো । রমেশ । পীতাম্বর, আমার কথা বোঝ’ । পীতা। আর বুঝতে চাই নি মশায়, আপনাকে তো তাড়িযে দিতে পারবে না, আমিই চলুম। রমেশ । পীতাম্বর শোন, আমি তোমায় পাচ হাজার টাকা দিচ্ছি । পীতা । আপনি নরাধম্‌ ! পীতাম্বরের প্রস্থান কাজাগী। আপনি এর এত খোসামোদ করছেন কেন ? গুম্‌ছি তে৷ আপনাদের বড়বে আপনার মাকে নিয়ে বাড়ী ছেড়ে গেছেন, এখন তো আপনার দখলে সব, দখল ক’রে বসে থাকুন, তার পর যা হয় হবে । ভাড়াটে বাড়ীর খাজনা সেধে আদায় করুন, দখলে তো থাকৃ।