পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रिडौञ्च ऋडीीद्ध প্রেসিডেন্সি জেল কয়েদিগণ, সুরেশ ও মেট ১ম কয়েদী। কাছে কেন ? ছ’টা বছর দেখতে দেখতে যাবে। এই আমি পাচ বছর আছি, দিনকতক একটু ক্লেশ, তার পর স’য়ে যাবে, আমার মত মোট হবে । ২য় কয়েদী। ওরে, ও শালার আটদিন হ’য়েছে। ৩য় কয়েদী। দে শালার মাথায় চাটি, দে শালার মাথায় চাট । মেট। তুই শাল, কি ই ক’রে দেখছিস্ ? পাথর ভাঙ্গ । স্বরেশকে প্রহার * সুরেশ । উঃ মা ! মেট। হা: হা: ! এখানে মাও নেই, বাবাও নেই, ভাঙ্গ শাল ভাঙ্গ, পাথর ; জোরে ঘা দে, এই কঁাড়িটি সাবাড় ক’ত্তে হবে। সুরেশ ও ভাই, আর যে পারি নি, হাতে ফোস্ক হয়েছে। ৩র কয়েদী। ওরে, ওরে, গোপালের হাতে ফেস্কিা হ’য়েছে, হা: হা: হা: ! ১ম কয়েদী। তোর অদেকগুলো যদি ভেঙ্গে দিই, তুই কি স্ ি? স্বৱেশ। আমার ঠেয়ে তো কিছু নেই, পাচটা টাকা ছিল, কেড়ে নিয়েছে। মেট। তুই শালা যে ব’ল্প, তোর ভাই আছে, তোর মা আছে, ধর থেকে টাকা আন না, যোগাড় করে হাসপাতালে থাকৃ না। স্বরেণ। বাড়ীতে কি করে খবর পাঠাব ? মেট। তার যোগাড় ক’ছি। আমায় ষোলটা টাকা দিবি, তার পর এখানে যদি আমাদের সঙ্গে মিশিস আর টাকা ছাড়তে পারিস, কি মজায় থাকৃবি, তা বুঝতে পারবি। শ্বশুরবাড়ী তো শ্বশুরবাড়ী ।