পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক bア。 রমেশ। আর কিছু না, তোর বখর বাধা রেখে টাকা তুলতে হবে। সেই টাকা কেন্সলিকে দিয়ে আপীল ক’বো । সুরেশ । আমার বখরা কি ? রমেশ । তুই জানিস নি, দাদা আমাদের দু’ভাইকে ফাকি দিরে বিষয় করেছে, এ বিষয়ে তোরও বখরা আছে, আমারও বথ রা আছে । ক্রমে চক্ষু খুগ্ৰছে, তোমার কাঙ্গালীর সঙ্গে দেখে, তোমার আর একঈক্ষ দেখছি আমি এখন বুঝতে পাছি যে,তুমি আমায় শোধরাবার জষ্ঠে জেলে দাও নি, এ কষ্ট মা’র পেটের ভাই কথন’ দিতে পারে না ; মা’র পেটের ভাই কেন, অতি বড় শক্রতেও দেয় না। আমি এখন ভাবছি যে, তুমি আমার জেলে দিয়ে মাকে কি বলে বোঝালে ? দাদাকে কি ব’লে বোঝালে ? মেজবেীকে কি ব’লে বোঝালে ? বড়বেীকে কি ব’লে বোঝালে ? না, তুমি আপনি ষড়যন্ত্ৰ ক’রে আমায় ঙ্গেলে দিয়েছ ; তুমি আমার ভাই নও—শত্ৰু । বোধ হয়, দাদা বেঁচে নাই, কিম্ব তোমার ষড়যন্ত্রে কোন বিপদে পড়েছেন, ত: নইলে আপলের টাকার জন্য আমার বথ রা বাধা দেবার কোন আবখ্যক হ’ত না । তুমি সত্য বল, তাদের কি হ’য়েছে ? রমেশ । সুরেশ, ভূই কি পাগল হয়েছিল ? দে দে, কাগজখানা দে । মুরেশ । ক্রমে আরও আমার চক্ষু খুগ্ৰছে, তুমি আমার জেল থেকে থালাস ক’ত্তে আস নি, আপনার কাজ ক’ত্তে এসেছ, আমার বখর লিখে নিতে এসেছ, কিন্তু মেজদ, শোন—আমার তে বখর নেই, বনি থাকে, তার এক কড়াও তুমি পাবে না। আমি জেলে পচে মরি, দ্বীপান্তর বাই, ফাগী যাই, সেও স্বীকার+তৃৰু যে কাঙ্গালীর_ বন্ধু, ভা’কে আমি বখর লিখে দেব না। পরমেশ্বর জানেন, আরও