পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুভীক্স গর্ভাঙ্ক জ্ঞানদার বাড়ীর উঠান উমান্ত্রনারী ও পীতাম্বর উম। পীতাম্বর, তুমি সত্য বল, আমার মুরেশের তো ভাল-মন্দ কিছু হর নি ? তুমি আমায় এনে দেখাও, আমার রাত্রে বুক ধড়ফড় করে, মন হু হ করে, যদি একবার চোখ বুজি, নানান স্বপ্ন দেখি, কত কি তোমায় কি বলবো ; পীতাম্বর, লক্ষী বাপ, আমায় বল, সে প্রাণে বেঁচে আছে তো ? পীতা । গিল্পী মা, তোমায় বোঝাতে পারলেম না বাছ, আমি কটু দিব্যি গেলে ব'ল্লেম, তবু তুমি বিশ্বাস ক’বে না ? পুলিস থেকে খালাস পেয়েই রেলগাড়ী চড়ে মার দৌড় ! আমি কত বোঝালেম যে গিল্পীমীর সঙ্গে দেখা ক’রে যাও, তা বল্লে যে—“না ; সব ছোড়ার দল নিয়ে আমোদ ক’ত্তে বেরিয়ে গেল। ন’দে শান্তিপুরে ষে মেলা আছে, সেই মেলা দেখে আসবে। উম। তা বাবা, তুমি লোক পাঠাও, শীগগির তাকে নিয়ে এস। তাকে যদি আর তিন দিন না দেখি, তা হ’লে আর বঁাচবো না । পীতা । দেখ দেখি, গিল্পীমা কি বলে ! আমি লোক পাঠাই নি গা ? বড় বোমাকে জিজ্ঞাসা কর দেখি, আমার ভাইকে পাঠিয়েছি ; সে পত্র লিখেছে, আর নি চেরেং সেখানে মেলা হবে, মেল শেষ হ’লেই চলে আসবে। "----مصے. -- تہہ ی উমা। বাবা পীতাম্বর, তুমি আমায় নিয়ে চল, আমি একবার দেখে আসি, তার পর সে পোনের দিন থাকুক।