পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক ե-: জ্ঞানদা। কাদিস নি, কাসি নি, চুপ কয়, মা শুনবেন। প্রফুল্ল । মাকে ব’লবে না ? জ্ঞানদা । না না, খবরদার বলিস নি । প্রফুল্ল। তবে দিদি, ঠাকুরপো কেমন ক’রে আসবে ? 線 জ্ঞানদা। মা শোনে নি, তার জেল হয়েছে, শুনলেই মরে যাবে। প্রফুল্ল । মা ম’রে যাবে । ভাগ গিস দিদি তোমায় বলেছিলেম ; আমায চুপি চুপি মাকে বলতে বলেছিল, তোমায় বলতে বারণ করেছিল ; না দিদি, আমায় বলেছে, ঠাকুরপোকে ছেড়ে দেবে ; আমায় ভুলিয়ে রাখতো—আজি আনবো কাল আনবো ; আমি কাল পরশু দু’দিন ঘরে দোর দিরে উপোস ক’রে রইলেম । আমায় ব’ল্পে, ঠাকুরপোকে এনে দেবে, তবে আমি বেরিরেছি—এখন কিছু খাই নি, ঠাকুরপো না এলে আমি না খেয়ে ম’বে। দিদি, মাকে তেল মাখাতে পাই নি, তোমার দেখতে পাই নি, যেদোকে দেথতে পাই নি, তাতেও তবু খেতুম, ঠাকুরপোকে না দেখলে আমি বঁাচবো না। জ্ঞানদা। 'কি প্রতারণা ! সে কি চণ্ডাল! আপনার স্ত্রীর সঙ্গেও ১. প্রতারণ। লাল নেছিলাম, কে একজন বাক্ষ চোখে * দিয়ে থাকতে, স্ত্রী-পুত্রের মুখ দেখতে না, সেই এসে কি জন্মেছে? ug: কারুর EL প্রর s निनि, তুমি ওঁর নিন্দ করে না, মা যে বলেন ওঁর নিন্দে শুনতে নেই, ছ্যা দিদি, ঠাকুরপোর কি হবে ? জ্ঞানদা। তুই খাবি আয়, আমি ঠাকুরপোকে আনতে পাঠিয়েছি । প্রফুল্ল। স্থা দিদি, ঠাকুরপো এলে তোমরা সকলে ও বাড়ীতে যাবে? ও আমায় বাপের বাড়ী ন পাঠিয়ে দিলে, আমি তোমাদের আসতে দিভূম না, দেখতুম দেখি, কেমন করে আসতে। আমি যেদোকে । কোলে নিয়ে মায়ের দু’টাে পা জড়িয়ে বসে থাকৃভূম।