পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ లి প্রফুল্প জ্ঞানদা। আর যা’ব কেমন ক’রে ভাই ? অামাদের তাড়িয়ে দিলে, আর কোথায় যাব ? প্রফুল্ল। তোমাদের তাড়িয়ে দিলে ? তবে যে ব’ল্লে, তোমরা চলে এলে, —ও কি সব মিছে কথা কয় ? তবে আমি ওর কথা শুনবে কেমন করে । মা আমার কি বলে দিতেছেন-স্বামীর কথা কি ক’রে শুনবে-মিথ্যা কথা কি ক’রে শুনবো ?—দিদি, আমি খাব না, কিছু করবেন, আমি ম’রে। । --- তুই খাবি আয়, আমরা আবার সে বাড়ীতে যাব । প্রেফুল্ল । তাড়িয়ে দিয়েছে, যাবে কেমন ক’রে ? জ্ঞানদা। ঠাকুরপো হয়, তামাসা ক’fচ্ছলেম। প্রফুল্ল । হ্যা হ্যা, তাই বল। দিদি আমি এখন খাব না, আমি মাকে ন্তেল মাখিয়ে দিয়ে যেদোকে খাইয়ে দেব, আর থাব। জ্ঞানদা। মা’র এখন ঢের দেরি, তুই আর । প্রফুল্ল। ন দিদি, তোমার পায়ে পড়ি, ন দিদি, তোমার পায়ে পড়ি— ও মা ! বটুঠাকুর আসছে। দিদি, যেদোকে পাঠিয়ে দাও । প্রফুল্প প্রস্থান যোগেশ ও যাম্বন্ধের প্রবেশ যাদব । বাবা, ছোট কাকাবাবু কখন আসবে, বল না ? বাবা, আমার মন কেমন ক’চ্ছে, বাবা ! যোগেশ । তুই স্কুলে যাস নি ? যাদব । না বাবা, আমি পড়া ভুলে ধাই, মাষ্ঠীর মশায় মারেন ; ছোটকাক । বাবু না এলে আমার পড়া মুখস্থ হবে না। বল না বাৰ, কখন আসবে ? যোগেশ। রাত্রে আসবে। যাদব । ৰাব, আমি ঘুমিয়ে পড়ি যদি, তুলে দিও ; আমি তা নহলে রাত্রে কেঁদে উঠি । আমার ভয় করে বাবা, ও বাবা, কাছে কেন বাবা ?