পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক >> জ্ঞানদা। ও যেনে, তোর কাকীমা এসেছে রে ! যাদব । ছোট কাকাবাবু ? জ্ঞানদা । সে রাত্রে আসবে। যাদব । আমি আজ শোধ না মা, আমি দেখবো মা ! জ্ঞানদা । তা দেখিস্, তোর কাকীমার সঙ্গে খাবি, যা । যাদব । কণকাম, কাকীমা— স্বাদবের প্রস্থান যোগেশ । মেজবেীমা এসেছেন জ্ঞানদা। হ্যা, তোমার গুণধর ভাই মাকে থবর দিতে পাঠিযেছেন। মতলব করেছেন, মাকে নিয়ে গিয়ে ঠাকুরপোর ঠেয়ে কি সই করিয়ে নেবেন। যোগেশ । এই কথা বলতে এসেছেন, ওঁকেও কি বেশ শিখিয়ে পড়িয়ে ত’য়ের করেছে নাকি ? জ্ঞানদা। রাম রাম, এমন কথা মুথে আন ? চন্ত্রে কলঙ্ক আছে, তবু মেজৰীেয়ে কলঙ্ক নেই। ঠাকুরপোর জন্ত ও তিনদিন খায় নি । ছেলেমানুষ, বুঝিয়েছে ঠাকুরপে আসবে—আহলাদে আটথান হ’য়ে ব’লতে এসেছে । যোগেশ। তুমি জান না, জান না, ছেলেকে বিষ খাওয়াতে এসেছে। জ্ঞানদা। ছি! ভ্ৰমন কথা মুখে আন আবার সকালে স্বরু করেছ নাকি । যোগেশ । উঃ ! সব ভুলতে পারছি, স্বরেশটাকে ভুলতে পারছি নি । জ্ঞানদা। তা হরেশের একটা উপায় কর । যোগেশ ! কি উপায় ক’বো ? আম হ’তে কোন উপায় হবে না। পীতাম্বর আছে, যা জানে করুকৃ । জ্ঞানদী। ছিছি ! কি হ’লে ? যোগেশ। কি হ’য়েছি, আগাগোড়াই তো জান । জ্ঞানদা। ভগবতি । তোমার মনে এই ছিল মা ! উভয়ের প্রস্থান