পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গর্ভাঙ্ক গরাণহাটার মোড়-গুড়ির দোকানের সন্মুখ ব্যাপারৗদ্ধয় ১ম ব্যাপারী। এমন মানুষটা এমন হ’য়ে গেল ? ২য় ব্যাপারা। মাশয়, টাকার শোক কঁ শোক! পুত্ৰশোক নিবারণ হয়, টাকার শোক যায় না । ১ম ব্যাপারা। আচ্ছা, তোমার কি বোধ হয়, পীতাম্বর যা ব'ল্পে সত্যি— মদ থাইয়ে লিখে নিয়েছে ? না আমাদের ঠকাবার জন্ত সাজস ক’রে এইটে করেছে ? ২য় ব্যাপারী। কি বলবাে ম’শয়, সাজসও হতে পারে, মদেরও অসাধ্য কাজ নাই। রমেশবাবু কা’ল এসেছিলেন, আমার পাওলাটা কিনে নিতে, আমায় কি না সৰ্ব্বেশ্বর সাধ, খা পেয়েছেন । দশ হাজার টাকা পাওনা, পাচশো টাকায় বেচে ফেলবো ? ব্যাঙ্ক খুবে সন্ধান পেয়েছে, সব কিনে নিতে এসেছে ; জুরি মতলবটা দেখ! ও সাজস, সাজস । ১ম ব্যাপারী। শুনছি, যোগেশকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। ২য় ব্যাপারী। সেও সাজস । ৰাঙ্কের দেওয়ানের প্রবেশ দেও। ওঠে, তোমরা যাও না, সকাল সকাল টাকাগুলো নিয়ে এস না । ১ম ব্যাপার। আর ম্যশ্য যে হুজুকি দেখিয়েছিলেন। দেও। আর ভয় নেই হে । আর ভয় নেই। ২য় ব্যাপারী। “আর ভয় নেই” বলেই হ’ল, না বাতী জালালেই হ’ল ।