পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক _ ఫిరి ১ম ব্যাপারী। ম’শয়, আপনার তো যোগেশবাবুর সঙ্গে খুব আলাপ . শুনূছি নাকি রমেশবাবু সব ফাকি দে লিখে পড়ে নিয়েছেন, এ সাজস, ন সত্য ? - দেও। সাজস না, সত্য, রমেশটা ভারী জোচ্চোর । ২য় ব্যাপারী। কি ক’রে জানূলেন ম’শয় ? দেও। আমি তার পরদিনই যোগেশকে খবর দিতে যাই যে, ব্যাঙ্ক পেমেন্ট করবে, তুমি কিছু বন্দোবস্ত করে না । রমেশটা আমার সঙ্গে দেখা ক’ত্তে দিলে না, ওর এই সব মতলব ছিল । ২য় ব্যাপারী। মদ খাইয়ে ধেন লিখে নিয়েছে, রেজেষ্টারী হ’ল কি ক’রে ? ঠকানও বটে, সাজসও বটে ; উনি আমাদের ঠকাতে বেনামী ক’ত্তে গিয়েছেন, শোনেন নি যে ব্যাঙ্ক টাকা দেবে, আর ইনি সবাইকে ফাকি দেবেন, মতলব ক’রেছেন । ব্যাপারীত্বর ও দেওয়ানের প্রস্থান যোগেশ ও পীতাম্বরের প্রবেশ পীত। বাবু, এসে যত মদ খেতে পারেন খাবেন, শুদ্ধ একবার ব্যাঙ্কে ষাবেন আর একটা এফিডেবিট করে আসবেন চলুন। আমি বলছি আসবার সময় চার কেশ মদ নিয়ে আসবেন । যোগেশ। ব্যাঙ্কে আবার কি ক’ত্তে যাব ? পীতা । চেকৃবইখানা ছিড়ে ফেলেছেন fক না ; একখানা চেকৃবই নিয়ে আসবেন, আমাদের দেবে না। আর রমেশবাবুর নামে যে টাকা জমা দেবার অ্যাডভাইস ক’রেছিলেন, সেইটে ক্যানসেল ক’রে আস্বেন। আর হাজার দুচাব টাকার একখান চেক কেটে দেবেন, দেখি যদি জেলে কিছু সুবিধা ক’রে পারি। যোগেশ। কিছু সুবিধা ক’ত্তে পারবে ? ঐটে হ’লে আমি আর কিছু চাই