পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 প্রফুল্প নি, মরেশটাকে ভুলতে পারছি নি। পীতাম্বর, তা নইলে আর আমি লোকালয়ে মুখ দেখাতেম না, ও ছেলেবেলা থেকে আমা বৈ আর জানে না । কত মেরেছি ধ’রেছি, কখনও একবার মুখ তুলে চায় নি। আগ! কি দুর্মুদ্ধিই ঘটলে! কারে দ্ব্য ছি, আমারই বা কি ? গাড়ী আন, ওখানে ব্যাপারীরা র’য়েছে, আমি যাব না । পীতা । আচ্ছ, এ গাড়ীরই বা কি হ’য়েছে, একখান গাড়ী নেই ? বোধ হয় সব খড়দায় বেরিয়ে গিয়েছে ; আপনি এইখানে দাড়ান, আমি গাড়ী করে নিয়ে আসছি। শিবনাথের প্রবেশ শিব । পীতাম্বরবাবু, শুনেছি নাকি জেলে ঘুম দিলে খাটা বন্ধ হয় ? পীতা । আপনি কে ? শিব। আমি সেই শিবনাথ ! যাকে সুরেশ বঁচিয়েছিল, আমি হাজার টাকা নিয়ে দু’দিন জেলের জোরে ফিরেছি ; কাকে দিতে হয় জানি নি, আপনি যদি এই টাকা নিয়ে যুদ্র দিতে পারেন। পীত বাপু, তুমি চিরজীবি হও । তোমার টাকা দেবার দরকার নাই, আমি দেখছি। শিব। না পীতাম্বর বাবু, আপনি নি, আমি মার ঠেয়ে চেয়ে এনেছি, মা ইচ্ছা ক’রে দিয়েছেন । শিবনাথ ও পীতাম্বরের প্রস্থান ব্যাপারছিয়ের পুনঃ প্রবেশ ১য় ব্যাপারী। এই ষে যোগেশবাবু! লুকুবেন না-লুকুবেন না, আমরা দেখেছি। খুব কৌশলটা শিখেছেন বটে। এমন জুরিটে কত্তে হয় । ঘর থেকে মাল দিয়ে আমরা চোর ? আপনি রইলেন বাড়ীতে