১১২ ভারতবর্ষের স্বাধীনতা এবং পরাধীনতা । ভারত জয় করিয়া, দিল্লীতে সিংহাসন স্থাপন পূৰ্ব্বক, তথা হইতে পৈতৃক রাজ্য শাসিত করিতে লাগিলেন–র্তাহার স্বদেশ কি ভারতবর্ষের অধীন হইল ? প্রথম জর্জ ইংলণ্ডের সিংহাসন প্রাপ্ত হইয়৷ তথায় অধিষ্ঠান করিয়া, পৈতৃক রাজ্য হানোবর শাসিত করিতে লাগিলেন ;—হানোবর কি তখন পরতন্ত্র হইয়াছিল ? পরিতাষার অনুরোধে আমাদিগকে বলিতে হইবে যে প্রথম জেমস্ বা প্রথম জর্জ বা প্রথম মোগলের পূর্বরাজ্যের পরতন্ত্রত ঘটয়াছিল। কিন্তু পারতন্ত্র্য ঘটয়াছিল মাত্র, পরাধীনতা ঘটে নাই। আমরা Independence শব্দের পরিবর্তে স্বতন্ত্রত, এবং Liberty শব্দুের স্থানে স্বাধীনতা শব্দ এবং তত্তদভাব স্থানে তত্তদভাব স্বচক শব ব্যবহার করিতেছি । তবে পারতন্ত্র্য এবং পরাধীনতার প্রভেদ কি ? অথবা, স্বাতন্ত্র্য এবং স্বাধীনতার প্রভেদ কি ? ইংলণ্ডে রাজনৈতিক স্বাধীনতার একটী বিশেষ প্রয়োগ প্রচলিত আছে, আমরা সে অর্থ অবলম্বন করিতে বাধ্য নহি । কেন না, সে অর্থ এই উঃস্থিত বিচারের উপযোগী নহে। যে অর্থ ভারতবর্ষীয়ের বুঝেন , আমরাও সেই অর্থ বুঝাইব । ভিন্নদেশীয় লোক, কোন দেশে রাজা হইলে একটী অত্যচার ঘটে । যাহার রাজার স্বজাতি, দেশীয় লোকাপেক্ষ তাহদিগের প্রাধান্য ঘটে। তাহাতে প্রজা পরজাতিপীড়িত হয় । যেখানে দেশীয় প্রজ, এবং রাজার স্বজাতীয় প্রজার এইরূপ তারতম্য, সেই দেশকে পরাধীন বলিব। ষে রাজ্য পরজাতিभौख्न थून जश शशैन। অতএব পরতন্ত্র রাজ্যকেও কখন স্বাধীন বলা যাইতে পারে। যথা প্রথম জর্জের সময়ে হানোবর,মোগল দিগের সময়ে কাবুল ।
পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।