পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`×8ჯ) তিন রকম । দের ক্ষুদ্র হৃদয়ে আপনারা, এতস্থান গ্রহণ করিয়াছেন, যে অন্য ধৰ্ম্মের আর স্থান নাই । আর—শেষ কথা, আমরা কি ধৰ্ম্ম চ’তা নহি ? ছি! ধৰ্ম্মভীত বলিয়াই, আপনাদিগকে আর কি লতে পারিলাম না। তোমরাই আমাদিগের ধৰ্ম্ম । তোমাদের ভয়ে ভীতা বলিয়া, অন্য ধৰ্ম্মের ভয় করি না । সকল ধৰ্ম্ম কৰ্ম্ম আমরা স্বামী পুত্রে সমর্পণ করিয়াছি—অন্য ধৰ্ম্ম জানি না। লেখা পড়া শিখাইয়া আমাদিগকে কোন ধৰ্ম্মে বধিবেন ? যত শিখান না কেন—আমরা বাঙ্গালির মেয়ে, সকল বন্ধন ছিড়িয়া এই পাতিব্ৰতা বন্ধনে আপন আপনি বাধা পড়িব। যদি ইহাতে অধৰ্ম্ম হয়, যে আপনাদের দোষ, আপনাদেরই গুণ। আর, যদি আমার ন্যায় মুখর বালিকার কথায় রাগ না করেন, তবে জিজ্ঞাসা করি, আপনার গুরু, আমরা শিষ্য—আপনার আমাদের কোন ধৰ্ম্ম শিখাইয় থাকেন ? - লেখা পড়া শিথিব ? কেন ? তোমাদের মুখচন্দ্ৰ দেখিরা যে মুখ, লেখা পড়ার কি তত ? তোমাদের সুখসাধনে যে ধৰ্ম্মশিক্ষা, লেখা পড়ায় কি তত ? দেখ, তোমাদের দেখিয়া আমরা আত্মবিসর্জন শিথিয়াছি, লেখা পড়ায় কি তাহা শিখাইবে ? আর লেখা পড়া শিখিব কখন ? তোমাদের মুখ ভাবিতে ভাবিতে দিন যায়, ছাই লেখা পড়া শিখিব কখন ? ছি ! দাসীদিগের নিনা ! শ্ৰীলক্ষ্মীমণি দেবী।

  • ७ नः ভাল, কোন, রসিকচুড়ামণি “ নবীন এবং প্রবীণা” লিখিলেন ? : *海