శిసెly [ ২৮শ ভাগ, ১ম খণ্ড হাউস অব লেবারাসের আপিসগৃহের সম্মুখে পরিচালকবর্গ ব্যাঙ্কের দেনা প্রায় ৫• • • • পঞ্চাশ হাজার টাকা । কারখানায় গড়ে ৭৫ জন লোক কাজ করে এবং দিন মজুরের সংখ্যা ধরিলে প্রায় ৯৫ জন লোক প্রত্যহ থাটে। লেবারাসদের মধ্যে শতকরা প্রায় ৯০ জনই কারখানা সংশ্লিষ্ট হোটেলে বাস করে। তাহাদের খাওয়-পর হাউসের তত্ত্বাধধানেই নিম্পন্ন হয়। কৰ্ম্মীরা প্রায় সকলেই শিক্ষিত ভদ্র লোকের সন্তান-কিন্তু খাটে প্রকৃত মজুরের মত। বৎসরে গড়ে ১২ জন লোক এইখানে শিক্ষিত হয়। নিজের প্রয়োজন ছাড়া হাউস অন্ত লোককে কোনও প্রকার শিক্ষা দেয় না। একজন কক্ষ্মী তিন মাস কাজ করিলেই তাহার ভরণ-পোষণের উপযোগী মাহিনী অর্জন করিতে পারে। এইখানে বেতনের হার সম্বন্ধে কোনও ধরা বাধা নিয়ম নাই—নিষ্ঠাবান কৰ্ম্মী গড়ে দিনে অনায়াসে ১২ টাকা হইতে ২ টাকা পৰ্য্যস্ত পাইয়া থাকে। আশা করা যায় যে, হাউসের অবস্থার আরও উন্নতি হইলে ঐ প্রকার কৰ্ম্মীরা দৈনিক ৩ ৪ টাকা রোজগার করিতে পারিবে । কেননা, পরিশ্রম ও যোগ্যতার উপরই বেতনের তীয়তম্য নিৰ্দ্ধারিত হয়। কারখানায় বর্তমানে মাত্র দুইটা জিনিষ প্রস্তুত হয়। প্রথমতঃ লোহার ঘর ও পুল ; দ্বিতীয়তঃ, চা-বাগানের চাকু। লোহার ঘর প্রায় সবই চা-বাগনের জন্ত-চা-বাগানের বাংলা, কল-কারখানার ঘর ইত্যাদি। টাকার সচ্ছলতা হইলে হাউস হয়ত শীঘ্রই লোকের বাসোপযোগী ঘর প্রস্তুত করিবে। চা-বাগানের চাকুও একপ্রকার মনা তৈরী হয় না। বৎসরে গড়ে ৩০০ শত ডজনের উপর ছুরী প্রস্তুত হয়। এইজন্ত ইস্পাত আসে সেফিল্ডের Firth & Co.র বাড়ী হইতে, কাঠ আসে আমেরিকা ও সুইডেন হইতে এবং পালিস করিবার মালমমূল আসে মাঞ্চেষ্টারের বিখ্যাত পালিসকার Canning & Coর বাড়ী হইতে । বাজারের চাকু হইতে তাহাদের চাকু তুলনায় নিকৃষ্ট নয়। অনেক সাহেব-বাগানেও তারা ছুরী সরবরাহ করিয়া থাকে। এই বৎসর ছুরী সম্বন্ধে ঘে-রিপোর্ট পাওয়া গিয়াছে তাহা খুবই সন্তোষজনক । কেহ কেহ Yeatsএর চাকু হইতেও তাঙ্কাদের চাকুর প্রশংসা করিয়াছে বেশী। এতদ্ভিন্ন তাহারা অনেক চাবাগানে নুতন ইঞ্জিন ও কলকব্জা বসায় এবং পুরানো যন্ত্রপাতি মেরামত করিয়া থাকে। মুর্ধ্যাভেণীর অনেক বাগানেই তাহার কৃতিত্বের সহিত কাজ করিয়াছে। **IC&J Cachar Native Joint Stock Co. Ltd.; Bharat Society Ltd.; The All-India Tea & Trading Co., Ltd. of sā airie বিশেষ উল্লেখযোগ্য। এতদ্ব্যতীত Jardine skinner & Co.; Begg Dun-lop & Co. (RR Duncan Brothers প্রভৃতি অনেক ইংরেজের বাগানে কাজ করিয়া বিশেষ প্রশংসা অর্জন করিয়াছে। সম্প্রতি তাহারা আসাম বেঙ্গল রেলওয়েঃ ৩টি অর্ডার পাইয়াছে।
পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।