৩১৬ প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড ভারতীয় রীতিতে শঙ্খধ্বনি বেদগান স্বস্তিবাচন অর্থ্যাভি• হরণ তুলাদান প্রশস্তিপাঠ ও শাস্তিপাঠ সহকারে নিম্পন্ন হর। পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী পৌরোহিত্য করেন। অনেকগুলি গান গীত হইয়াছিল। তুলাদান কবির উপযুক্ত ভাৰে হইয়াছিল। তুলাদণ্ডে তাহার নিজের পরিমাণ স্বলিখিত পুস্তক তৌল করিয়া যোগ্য পাত্রে তাহার বিতরণের ব্যবস্থা করা হইয়াছে। কবি স্বয়ং কিছু কবিতা আবৃত্তি করেন এবং মৌখিক কিছু বলেন। আমরা তাহার দীর্ঘ জীবন কামনা করিতেছি, এবং র্তাহার সমুদয় শুভ চেষ্টা ফলবতী হউক, এই প্রার্থনা করিতেছি । অধ্যাপক ডাক্তার সুধীন্দ্র বস্তু প্রায় পচিশ বৎসর কাল জন্মভূমি হইতে প্রবাসে কাটাইয়া অধ্যাপক ডাঃ সুধীন্দ্র বস্তু অল্প দিনের জন্ত দেশে অধ্যাপক ডাক্তার স্বধীন্দ্র বন্ধ ফিরিয়া আসিয়াছেন। আমরা তাহাকে অভিনন্দিত করিতেছি। প্রকাশ যে, ভারতে তিনি মাত্র ছয় মাস বাস করিবেন এবং এই সময়ে কোন রাজনৈতিক আন্দোলনে যোগ দিবেন না, এই মৰ্ম্মে তাহাকে একটি প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিতে বাধা বৃটিশ তরফ হইতে করা হইয়াছে। এইরূপ অন্যায় ও সভ্যতাবিরুদ্ধ কার্যের বিশেষ প্রতিবাদ হওয়া প্রয়োজন। ইতিপূৰ্ব্বে বস্তু মহাশয়কে দেশে আসি তেই দেওয়া হয় নাই। এবার যদি বা সে অনুমতি দেওয়া হইল, তাহাও অবমাননার ভাবে । এ অপমান অবখ্য বসু মহাশয়ের গায়ে লাগিবে না। অপমানকারীর উপরেই ইহার কলঙ্ক সম্পূর্ণ পড়িবে। বাঁকুড়ায় দুর্ভিক্ষ বাকুড়া জেলার দুর্ভিক্ষক্লিষ্ট লোকদিগকে সাহায্য দিবার জন্ত ম্যাজিষ্ট্রেট ও বেসরকারী লোকদের একটি কমিটি বাঁকুড়া জেলার খুলুই (সোনামুখী) গ্রামের স্থর্ভিক্ষগ্রস্ত নর-নারী (বাকুড়া সম্মিলনী কর্তৃক গৃহীত ছবি ) সৰ্ব্বাগ্রে কাজ আরম্ভ করিয়াছেন। এই কমিটিকে যাহার টাকা-কড়ি দিতে চান, তাহারা শ্ৰীযুক্ত কমলকৃষ্ণ রায়, বাকুড়, ঠিকানায় তাহ পাঠাইবেন। রামকৃষ্ণ মিশনও কাজ করিতেছেন ; ঠিকানা, বাগবাজার, কলিকাতা ।
পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।