পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S3b" AMMAMAAMeMAAAS বর্ণনাপত্রে জানাইয়াছেন, যে, অন্নকষ্টে আরও বড়িয়াছে। এবৎসর যে জেলার সর্বত্র যথেষ্ট ফসল নিশ্চয়ই হইবে তাহা বলা যায় না। বীরভূমে দুর্ভিক্ষ বীরভূম জেলায় ছুর্ভিক্ষ হইয়াছে। দুর্ভিক্ষে মানুষের যত রকম কষ্ট ও দুৰ্গতি হয়, তাহা হইতেছে। কয়েকটি বীরভূমে দুর্ভিক্ষক্লিষ্ট লোক কেন্দ্র হইতে সাহায্য দেওরা হইতেছে। তাহার মধ্যে বোলপুরের নিকটবৰ্ত্তী স্থানসমূহে শান্তিনিকেতনের অধ্যাপক ও ছাত্রদের কমিটি সাহায্য করিতেছেন। টাকাকড়ি, চাউল ও কাপড় পাঠাইধার ঠিকানা—অধ্যাপক জগদানন্দ রায়, শাস্তিনিকেতন। রবীন্দ্রনাথ এই কমিটির হাতে এক হাজার টাকা দিয়াছেন। আচাৰ্য্য সাণ্ডাল্যাণ্ডের জন্মদিন আমেরিকার ধৰ্ম্মাচাৰ্য্য জে, টি, সাগুলোও মহাশয়দুই বার ভারতবর্ষ ভ্রমণ করিয়া নিজের চোখে দেশটি দেখিয়া, নানা শ্রেণীর লোকের সঙ্গে মিশিয়া, ইহার সম্বন্ধে জ্ঞান লাভ করিয়া গিয়াছেন। তদ্ভিন্ন তিনি ভারতবর্ষ সম্বন্ধীয় পুস্তক এবং ভারতবর্ষের অনেকগুলি প্রবাসী-জ্যৈষ্ঠ, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড AASAASAASAASAASAAAS কাগজ নিয়মিতরূপে পাঠ করেন। ভারতবর্ষের হিতার্থ আমেরিকা-প্রবাসী ভারতীয়দের নানা কাজের সহিত তাহার যোগ আছে। তিনি পূৰ্ব্বে ভারতবর্ষ সম্বন্ধে অনেক বহি ও প্রবন্ধ লিখিরাছিলেন। সম্প্রতি তিনি ভারতবর্যের স্বাধীনভার দাবী সপ্রমাণ করিবার জন্য একখানি পুস্তক লিথিয়াছেন । তাহা কয়েক মাসের মধ্যে প্রকাশিত হইবে। তাহার অল্প কয়েকটি অধ্যায় মডার্ণ রিভিউ কাগজে ছাপ হইয়াছে। পরে সমগ্র পুস্তকটির বাংলা অনুবাদও হয় ত ছাপা হইবে। ইনি ধৰ্ম্মবিশ্বাসে ইউনিটেরিয়ান অর্থাৎ একেশ্বরবাদী। ইনি ভারতবর্ষের জন্ত যেরূপ অক্লাস্ত পরিশ্রম করেন, তাহা ছাড়া স্বদেশের জন্তও পরিশ্রম করেন। যাহারা তাহার বয়সের বিষয় অবগত নহেন, তাহারা শুধু এই পরিশ্রম হইতে তাহাকে যুব পুরুষ মনে করিতে পারেন। কিন্তু গত ফেব্রুয়ারী মাসে তাহার বয়স ৮৭ (সাতাশি ) বৎসর পূর্ণ হইয়াছে। গত এপ্রিল মাসে আমেরিকা-প্রবাসী ভারতীয়দের তাহার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রদর্শনার্থ একটি ভোজ দিবার কথা ছিল । তাহা এতদিনে হইয়া গিয়া থাকিবে। আমরাও র্তাহার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। লীগে ভারতের প্রধান প্রতিনিধি জেনিভায় লীগ অব নেশুন্সের প্রতি বৎসর যে অধিবেশন হয়, তাহাতে উহার সভ্য প্রায় ষাটটি রাষ্ট্রের প্রতিনিধির উপস্থিত হন। ভারতবর্ষও উহার সভ্য বলিয়া তাহারও প্রতিনিধি সেখানে প্রেরিত হয়। অন্ত যত দেশ উহার সভ্য, তাহাদের অধিকাংশ সম্পূর্ণ স্বাধীল ; কানাডা প্রভৃতি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যে-যে দেশ উহার সভ্য তাহারা কাৰ্য্যতঃ স্বাধীন। এইজন্ত এই সকল দেশের অধিবাসীদের