১ম সংখ্যা] ভোল্ট শতবার্ষিকী v་བྱུ༠༽ Ple ) বা তড়িত-স্তু প আবিষ্কার করেন। রস্তু তাহার আবিষ্কারগুলিকে পূর্ণতর করিয়া লিতে ( যে ভাবে বর্তমানে দেওলি প্রচলিত ) আরো কয়েক বৎসর সময় লাগিয়াছিল । ভিজা স্ত্র-খণ্ডের পরিবর্তে এসিডের ব্যবহার এই উন্নতির কটি পরিচয় । ১৮০০ খৃষ্টাব্দের মার্চ মাসে এই আবিগরের কথা সৰ্ব্বপ্রথমে পত্ৰযোগে লণ্ডনের রয়্যাল সোসাইটির আর্থায় কেন্নেলী ভাপতি স্তার যোশেফ ব্যাঙ্কের নিকট জানান হয়। ভোট উন্ন ভিন্ন তড়িত-ভাণ্ডের ধারাবাহিক সংযোগ-প্রণালীও Principle of Series Connection) wifsso রেন। · ধারাবাহিক সংযোগ বলিতে পাশাপাশি tণ্ডগুলিকে, রাখিয়া পাশাপাশি ভাণ্ডদ্বয়ের বিপরীত iso ( opposite pole) ow's Hosts বুঝায়, হাতে তড়িতশক্তির পরিমাণ ভাণ্ড সংখ্যার অনুপাতে বৃদ্ধি fাপ্ত হয়। তখন হইতে অদ্যাবধি তড়িতভাও পদার্থজ্ঞানবিদ মাত্রেরই অবশ্ব ব্যবহার্য্য যন্ত্র হইয়া দাড়াইয়াছে বং অন্তান্ত বহু চমকপ্ৰদ আবিষ্কারে সহায়তা করিয়াছে। ভোণ্টার এই অপূৰ্ব্ব আবিষ্কারের মূল্য দিতে বৈজ্ঞানিক গং বিলম্ব করে নাই। উক্ত বৎসরেই তিনি লওনের অ্যাল সোসাইটির সম্মানিত সভ্য পদে বৃত হন। প্যারিসের দানীন্তন রয়্যাল একাডেমী অব সায়েন্সের সভ্যগণের শেষ করিয়া লাপ্লাস ও লা ভোয়াসিয়ের সহিত তিনি ১৭৮২ সাল হইতেই পরিচিত ছিলেন । কিন্তু ১৮০০ সালে ফ্রান্স-সাধারণ-তন্ত্রের সহিত অষ্ট্রিয়া-সাম্রাজের ঘোরতর যুদ্ধবিগ্রহ চলিতেছিল--এই যুদ্ধে উত্তর ইতালী রণক্ষেত্রে পরিণত হয়। সুতরাং ১৮০১ সালের শরৎকালের পূৰ্ব্বে ভোণ্টা তাহার আবিষ্কারের কথা জ্ঞাপন করিতে পারেন নাই। একাডেমীতে তাহার আবিষ্কার উপস্থাপিত হওয়ার भोन्न झाक्ष . পর এই আবিষ্কারের মূল্য নিদ্ধারণ করিতে লাপ্লাস, চালর্স, কুলুম, মাজ ও বিয়ে—বিজ্ঞানের এই কয়জন মহারথীকে লইয়া এক কমিশন বসানো হয় । ভোণটাকে তাহার যন্ত্র প্রদর্শন করিতে আহবান করা হয় । ১৮০১ সালের ৭ই নবেম্বর ( ১৬ই ব্রুমেয়ার ) তারিখে তিনি সৰ্ব্বপ্রথম একডেমীর ৪২ জন সদস্যের সম্মুখে তাহার যন্ত্র প্রদর্শন করেন। নেপোলিয়ান বোনপাট দশক দলের একজন ছিলেন। একাডেমীর কার্য্যবিবরণী হইতে নিম্নলিখিত স্থানটি উদ্ধৃত করিবার লোভ সম্বরণ করিতে পারিলাম না। ইহা হইতে বুঝা যাইবে যে, এইরূপ রাজনৈতিক যুদ্ধবিগ্রহ ও গোলযোগের সময়েও ফরাসী বিদ্বজ্জন ও রাষ্ট্রীয় নেতার একটি বৃহৎ বৈজ্ঞানিক জাংিস্কারের যথাযথ সন্মান করিতে সক্ষম হইয়াছিলেন ।
পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।