পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] দস্তদের যশ ও কীৰ্ত্তির কথা ধরিলে মনে হয় যে, ইতিপূর্বে এরূপ বরাট সম্মিলনী সম্ভবতঃ আর হয় নাই। পিয়েনা নগরে যে সকল তীর্থযাত্ৰী আসিতেন প্রথমেই সহরের তোরণ-স্বারে উৎকীর্ণ Sena cor tibi magis Pandit' &£ <rf*J wtai ötaffì*tt* অভিনঙ্গিত করা হইত। এখানে সমবেত সদস্তেরাও যেন আলেস্তান্দ্রে। ভাণ্টার জন্মভূমি কোমোর অধিবাসীদের সাদর অভ্যর্থনার ংধ্যে কোমোর অস্তরের গভীর গৰ্ব্বিত আনন্দ-বাণী পাঠ করিতে পারেন, ইহাই আমার কামনা। কোমো সহয় আজ ভেণ্টিার শত যাধিকী উৎসব করিয়া উপহার প্রতিভার উত্তরাধিকারীগণকে একত্র মিলনের সুবিধা দান করিয়াছে এবং সাগ্রহে কামন! করিতেছে যে, যেন সমবেত বৈজ্ঞানিকগণের যশোকীৰ্ত্তি ভোল্টার কল অাশাকে অতিক্রম করিয়া যায় । ইহার পর ইতালীর রাজসভার সদস্ত অধ্যাপক গারবাসো ইতালীয়ান ভাষায় ভেণ্টিার জীবনী ও কাৰ্য্য বিষয়ে বক্তৃতা দেন। রয়্যাল সোসাইটির সভাপতি স্তার আৰ্ণেষ্ট রাদারফোর্ড, অধ্যাপক কুইরিনো মায়োরাণ জানে, অধ্যাপক এম ফন লাউএ ও অধ্যাপক কেন্নেলী যথাক্রমে ইংলণ্ড, ফ্রান্স জাৰ্ম্মানী ও আমেরিকার তরফ হইতে বক্তৃতা করেন। এই সকল বক্তৃতা একটি *f-osco (Memorial volume) aftofors oritz এবং বর্তমান প্রবন্ধের তথ্যাংশ উক্ত বহি হইতেই সংগৃহীত - | প্রত্যহ ছুইবার প্রাতে ও সন্ধ্যায় কংগ্রেসের অধিবেশন বসিত ও প্রবন্ধাদি পঠিত ও আলোচিত হইত। সেই সকল প্রবন্ধ বুঝিতে হইলে উচ্চ গণিত ও বিজ্ঞানের জ্ঞান অবিশুক ; *প্রবাসীর" সাধারণ পাঠকদের পক্ষে সেগুলি জর্কোধ্য হইবে। এই মাত্র বলা যায় যে, ওই সকল وی بیجگهبی به بrو جام، هم بي جيمه وي چيوvar f ভোল্টা শতবার্ষিকী ఆసి জালোচিত হইয়াছিল। জুরিকের অধ্যাপক ডেবাই, হল্যাণ্ডের খ্যাতনাম অশীতিপর অধ্যাপক লোরেজ প্রভূতি কয়েকজন সদস্ত নানা ভাষায় দখলের পরিচয় প্রদান করেন। অধ্যাপক ডেবাই জাতিতে ডাচ, হইলেও প্রয়োজন মত বিশুদ্ধ ইংরেজী, জাৰ্ম্মাণ, ফরাসী প্রভৃতি ভাষায় বক্তৃতা করিয়াছিলেন । অধ্যাপক ডেবাই বিদেশী হওয়া সত্বেও প্রথমে জাৰ্ম্মাণীর গটিংগেনে অধ্যাপকতা করেন ও পরে সুইটজারল্যাণ্ডের জুরিক সহরে অধ্যাপক পদ প্রাপ্ত হন। বর্তমানে তিনি জাৰ্ম্মণীর লাইপজিগ সহরে ব্যবহারিক পদার্থ-বিজ্ঞানের অধ্যাপক হইয়াছেন। পাঠকেরা ম্যাক্স ফন লাইএ ইহা হইতেই বুঝিতে পারিবেন যে, ইয়োরোপীয় দেশ-সমুহে বিশেষ কয়িয়া জাৰ্ম্মাণী ও সুইটজারল্যাণ্ডে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ জাতিধৰ্ম্ম নিৰ্ব্বিশেষে দেওয়া হয়। বিশেষ লক্ষ্য করিবার বিষয় এই যে, এই সকল স্থানে চাকরীর জন্ত দরখাস্ত করার প্রথা নাই—সৰ্ব্বাপেক্ষা কৃতী ব্যক্তিকে অধ্যাপকতা গ্রহণ করিতে আহবান করা হয় । কোপেনহাগেনের পদার্থ-বিজ্ঞানের প্রসিদ্ধ অধ্যাপক ও বর্তমানে অংশবিক পদার্থ-বিজ্ঞান বিষয়ে সৰ্ব্বশ্রেষ্ঠ কৰ্ম্মী