‛ ዓe প্রবাসী—বৈশাখ, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড নীয়েলস্ বোর এক অপরাহ্নব্যাপী বক্তৃতায় বিশদভাবে নবপ্রচারিত ‘ভেলেন মেকানিক” বা তরঙ্গ-বিদ্যা বিষয়ক গৃঢ় তথ্য সকল বিবৃত করেন। এই আধুনিক তরঙ্গ-বিদ্যা ফ্রান্সের এল ডি ব্রোইলি ও জুরিকের শ্রডিঙ্গার নামক অধ্যাপকদ্বয় কত্ত্বক প্রথম প্রচারিত হয় ও ইহার অদ্ভূতত্ব এই যে, ইহা জড়বস্তু মাত্রকেই তরঙ্গরূপে ও আলোক-তরঙ্গ মাত্রকেই জড়-বস্তুরূপে গণ্য করিয়া থাকে। এই তত্বের সাহায্যে ভবিষ্যতে হয়ত অনেক বড় জিনিষ আবিষ্কৃত হইবে, কিন্তু এখন ইহা অত্যন্ত জটিল বলিয়া বোধ হয়। অধ্যাপক ডব্লিউ আর উড, নামক একজন আমেরিকান বৈজ্ঞানিক সৰ্ব্বাপেক্ষা অধিক বাহবা পাইয়াছিলেন। বর্তমান বিজ্ঞান-জগতে নিত্য নূতন রকমের পরীক্ষা করিতে ইনি অদ্বিতীয়। ইনি * উচ্চ গ্রামের শব্দতরঙ্গের ( High Pitched sound waves) সাহায্যে মাছমারার” (নামটা ঠিক বিজ্ঞানসন্মত হয় নাই ) এক অভিনব কৌশল আবিষ্কার করিয়াছেন। -- কোমে হ্রদের উপরে কোমো হইতে হ্রদের অপর প্রান্তে মেনাজো সহর পর্য্যস্ত একটি ইমার-ভ্রমণের ব্যবস্থা ছিল। তিনচার জন করিয়া পদার্থ বিজ্ঞানবিদ যখন এক এক কোণ আশ্রয় করিয়া আশেপাশের চমৎকার রমণীয় প্রাকৃতিক দৃপ্তগুলিকে সম্পূর্ণ উপেক্ষা করিয় তাহাদের নিজেদের প্রিয় বিষয়ের আলোচনায় সমস্ত সময় অতিবাহিত করিতেছিলেন एळश्न छझ थर rरतोऊराश्रुल कलेश*क्रिळ ॥ लेळ*श इ7श বোর-(Bohr ) পন্থী কয়েকজন যুবক-পাণ্ডার দলটি বিশেষ উল্লেখযোগ্য। এই দলে পাউলি ও হাইসেনবার্গ ছিলেন । ইহারা উভয়েই বয়সে ত্রিশের কম অথচ ইতিমধ্যে এই দুইজনের গবেষণা বৈজ্ঞানিক জগৎকে আলোড়িত করিয়াছে। হাইসেনবার্গের বয়স মাত্র ২৬ বৎসর অথচ তাহাকে লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের পদার্থ-বিজ্ঞানের অধ্যাপক পদ দেওয়া হইয়াছে । বঙ্গদেশের শিক্ষাব্যবসায়িগণ বিশেষ করিয়া কলে েজর কর্তৃপক্ষগণের দৃষ্টি ইহাতে আকৰ্ষিত হওয়া উচিত—শিক্ষা-বিভাগে অধ্যাপক নিয়োগ সম্বন্ধে র্তাহার এই আদর্শ অনুসরণ করিতে পারেন । জাৰ্ম্মানীতে সাধারণতঃ ৩৫।৪০বৎসরের নীচে কাহাকেও উচ্চ অধ্যাপনার কাৰ্য্যে নিযুক্ত করা হয় ন । এবং ইহার পূৰ্ব্বে, ক্রমান্বয়ে লেক্চারার, সহকারী অধ্যাপক ইত্যাদি পদেও যথারীতি কাজ করিতে হয়। কিন্তু উচ্চ অধ্যাপক পদ পাইতে 歌 হেও রিক লোরেঞ্জ হইলে যথেষ্ট ক্ষমতার পরিচয় দিতে হয়, ক্ষমতাসম্পন্ন ব্যক্তি বয়সে ছোট ও অল্পদিনের চাকুরী সত্বেও বয়োবৃদ্ধদের টপকাইয়া উচ্চ পদে নিযুক্ত হইতে পারেন। হাইসেনবার্গ জাৰ্ম্মাণীর একটি প্রাচীনতম ও বহু প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের পদার্থ-বিজ্ঞানের অধ্যাপক পদে বৃত হইয়াছেন। তাছার দ্বিগুণ বয়সের লোককেও তিনি অতিক্রম করিয়া গিয়াছেন। खiiिप्नन्न ॰ठिखiद्म स नन्न च्ttन, चळ किं उ प्ठ1शं' ਾਂ ਨੇ ਲੲ ਜੋ
পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।