এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রবাসী—বৈশাখ, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম ജാ جعیت عیسی-میمه-عه - حجایی کمی بع
মুক্তির গানে কাপে চারিধ* * কাণ দানবের মান-দেওয়া দ্বার আজ গেলো সব টুটে। মরু-যাত্রার পাথেয়-অমৃতে পাত্র ভরিয়৷ আসে চারিভিতে অগণিত ফুল, গুঞ্জন-গীতে জাগে মৌমাছি-পাড়া ॥ ওগে। বসন্ত, হে ভুবনজয়ী, দুর্গ কোথায়, অস্ত্র বা কই, কেন স্বকুমার বেশ ? মৃত্যুদমন শৌর্য্য আপন কি মায়ামস্ত্রে করিলে গোপন, তৃণ তব নিঃশেষ । বৰ্ম্ম তোমার পল্লবদলে, আগ্নেয় বাণ বনশাখাতলে জ্বলিছে শু্যামল শীতল অনলে সকল তেজের । জড় দৈত্ত্যের সাথে অনিবার চির সংগ্রাম ঘোষণা তোমার লিখিছ ধুলির পটে, মনোহর রঙে লিপি ভূমিতলে যুদ্ধের বাণী বিস্তারি’ চলে সিন্ধুর তটে তটে । হে অজেয়, তব রণভূমি পরে সুন্দর তার উৎসব করে, দক্ষিণ বায়ু মৰ্ম্মর স্বরে বাজায় কাড়া নকাড়া - দোলপূর্ণিমা \E98