১ম সংখ্যা ] শোভাবতী চলিয়া গেলেন। সুবীরও নিজের ঘরে যাইবার উপক্রম করিতেছিল, তাহার মা বলিলেন, “দাড়া, দাড়া, অনেক কথা আছে তোর সঙ্গে।” সুবীর অগত্যা তাহার মায়ের খাটের উপর বসিয়া বলিল, “কি বলবে বল ? খুব খানিকটা রাগ করবে ত?” ভানুমতী বলিলেন, “না বাছ, রাগের কথা নয়। তুই আমার একমাত্র ছেলে, বিয়ে ক’রে অসুখী হবি এ আমি কখনও চাইব না। মিত্তিরদের মেয়েটি আমার খুব পছন্দ ছিল, ভারি, সুন্দর দেখতে, বড় ঘরেরও, তা তোর যদি পছন্দ অন্ত জায়গায়, তাহলে আর কি করুত্ব ?” সুবীর বলিল, “মা, তুমি কখনও অবুঝ হবে না, তা আমি মনে মনে জানতামই। তা না হ’লে কি আর সাহস ক’রে এ বিয়ে আমি ভেঙে দিতে পারতাম ? যতই অসুখী নিজে হই, তোমাকে অসুখী করবার সম্ভাবনা আছে জানলে আমি কিছু করতে পারতাম না।" ভানুমতী বলিলেন, “কিন্তু কার মেয়ে, কি বৃত্তান্ত । কিছুই ত বলছিস্ না। কোথায় দেখলি তুই তাকে ?” সুবীর বলিল, “কার মেয়ে কিছু জানি না, মা। কিন্তু সে মেয়েকে যে নিজের ঘরে আনতে পারবে, সে কোনোদিন দুঃখ পাবে না, এ কথা জোর ক'রে বলতে পারি।” ভানুমতী বলিলেন, “তা ত বুঝলাম। কিন্তু কোথায় তুই তাকে দেখলি ?” স্থবীর বলিল, “রেজুনের বৌদ্ধমন্দিরে দেখেছিলাম।” প্রথম মহিলা-সংবাদ AMA AMAMM AMAeA AMAMA AMMAMMA AMAMAAA AAAA AAAA AAAASAAAAASAAAAMMM MAMMMAAAA tyరి ভানুমতী জিজ্ঞাসা করিলেন, “খুব বুঝি ভাল দেখতে ?” সুবীর বলিল, “হঁ্যা মা। এতদিন পর্য্যস্ত তোমার মত সুন্দর কোনো মেয়ে আমি দেখিনি, কিন্তু এ মেয়ে যেন তোমার চেয়েও সুন্দর। একটা জিনিষ অামার ভয়ানক আশ্চৰ্য্য লাগল, যে এই মেয়েটির সঙ্গে তোমার চেহারার খুব বেশী সাদৃশু আছে।” ভানুমতী বলিলেন, “তাই নাকি রে? কাদের মেয়ে কিছু খোজ করলি না ? কত বড় মেয়ে ? তার বিয়ে হ’য়ে যায়নি ত ?” স্ববীর খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পর বলিল, “ম, তোমার কাছে কিছু লুকোব না। সব কথাই বলছি। খোজ আমি নিয়েছিলাম। মেয়েটির মা বাবা কেউ বেচে নেই, সে ওখানের এক বাঙালী পরিবারে শিক্ষয়িত্রীর কাজ করে। বয়স কত ঠিক জানি না, তেইশ চব্বিশ হতে পারে। বিয়ে এখন পর্য্যস্ত হয়নি। কিন্তু একটা জিনিষ শুলে হয়ত তুমি একটু দুঃখিত হবে। মেয়েটির মা বাবা তার খুব শিশুকালেই মারা যান। একজন খ্ৰীষ্টান ধাত্রী তাকে মানুষ করেছিলেন, লেখাপড়া শিখিয়ে ছিলেন।” ভানুমতী বৃলিলেন, “তা এ নিয়ে একটু গোলমাল হ’তে পারে বটে। না জেনে শুনে ঠিক করে ফেললি ? যাক যা হবার তা হয়েছে, এখন একটু ভাল ক’রে খোজ খবর নিতে হবে।” (ক্রমশঃ) মহিলা-সংবাদ এলাহাবাদের ব্যারিষ্টার মিঃ এল, পি, যুত শীর কম্ভ কুমারী জনককুমারী যুত লী পঞ্জাব বিশ্ববিদ্যালয় হইতে বর্তমান বংসয় এম্-এ পরীক্ষায় (ইংরেজি সাহিত্যে ) প্রথম হইয়া উত্তীর্ণ হইয়াছেন। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ পৰ্য্যস্ত কোন ছাত্রীই এরূপ কৃতিত্ব দেখাইতে পারেন নাই। কুমারী যুত শীর মাতা শ্ৰীমতী লাদোরাণী
পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।