পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিচয় রোমান্স বলে একেই নবীন প্রাণের শিল্পকলা আপন ভোলাবার। আর কিছু দিন পরেই - কখন ভাবের নীহারিকায় রশ্মি হোত ফিকে, বয়স যখন পেরিয়ে যেত বিশ-পঁচিশের কোঠা, হাল আমলের নভেল পড়ে মনের যখন আব্রু যেত ভেঙে তখন হাসি পেত অাজকে দিনের কচিমেয়েপনায় । সেই যে তরুণীর। ক্লাসের পড়ার উপলক্ষ্যে পড়ত বসে “ওড স্টু নাইটিঙ্গেল”, ন-দেখা কোন বিদেশবাসী বিহঙ্গমের না-শোনা সংগীতে বক্ষে তাদের মোচড় দিত, ঝরোখা সব খুলে যেত হৃদয়-বাতায়নে ফেনায়িত স্বনীল শূন্যতায়, উজাড় পরীস্থানে । বরষ কয়েক যেতেই চোখে তাদের জুড়িয়ে গেল দৃষ্টিদহন মরীচিকায় পাগল হরিণীর । ছেড়া মোজ শেলাই করার এল যুগান্তর, বাজারদরের ঠক। নিয়ে চাকর গুলোর সঙ্গে বকাবfকর, চা-পান সভায় হাটজলের সখ্যসাধনার । কিন্তু আমার স্বভাববশে ঘোর ভাঙে নি যখন ভোল। মনে এলুম তোমার কাছাকাছি। চেনাশোনার প্রথম পালাতেই পড়ল ধরা একেবারে হুলভ নও তুমি, আমার লক্ষ্য সন্ধানেরই আগেই তোমার দেখি আপনি বাধন মানা।