পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগ্রহায়ণ ভারতবর্ষ স্বায়ত্তশাসনের বিদ্যালয়ে ক্রমশ প্রমোশন পাইবে, কিন্তু বরাবর এবং শেষেও ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গীভূত থাকিবে, ইহাতে এইরূপ বলা হইয়াছে। এই মৰ্ম্মের কথা বর্তমানে ভারত-সচিবআদিও পালেমেণ্টে বলিতেছেন । কিন্তু কংগ্রেস চায় পূর্ণ স্বরাজ, ব্রিটেনের সহিত সম্বন্ধছেদ যাহার মধ্যে উহ আছে । ১৯১৭ সালের সামাজিক যুদ্ধ কনফারেন্সে ( Imperial War Conferenceএ ) একটি প্রস্তাবে ব্রিটিশ সাম্রাজ্যের বৈদেশিক নীতি ও বৈদেশিক সম্পর্ক সমূহে মত প্রকাশ ও গ্রাহ করাইবার এবং পরামর্শ দিবার যথেষ্ট অধিকার ডোমীনিয়নগুলির ও ভারতবষের পক্ষ হইতে দাবী ও সাব্যস্ত করা হয় কিন্তু ... গ্র ব্রিটিশ সাম্রাজ্যের কথা দূরে থাক, ভারতবর্ষের নিজের বৈদেশিক নীতি ও সম্পর্ক বিষয়েও তাহার অধিকার নাই । কংগ্রেস ত অভিযোগই করিয়াছেন যে, ভারতবর্ষের মত না লইয়া তাহাকে বর্তমান যুদ্ধে যোগ দেওয়ান হইয়াছে। ১৯১৮ সালের ৬ই আগস্ট হাউস অব কমন্সের নেতা অস্টেন চেম্বারলেন সাহেব সকল দলের আকুমোদন সহ হাউস অব কমন্সে বলেন ; “This year, apart from the Secretary of State. who sits in the smperial War Cabinet as one of the British ‘Ministers dealing with imperial affiairs. India sits there in her own right. A new recognition has been given to the equality of the status of lindia and to her right of reciprocal treatinent is lit-lween the Dominions and india of Creat IBritain and india and their respective citizens. In these matters, within the Past few years, l ndia has leapt suddenly into a place which is equill with other great portions of His Majesty's Dominions.’ PP. 53-54. একুশ বৎসর আগে হাউস অব কমন্সে সকল রাজনৈতিক দলের সদস্যদের অমুমোদন অকুসারে ঘোষিত হইয়াছিল ষে, ভারতবর্ষ একেবারে লাফাইয়া এমন উচ্চ রাষ্ট্রনৈতিক অবস্থায় উপনীত হইয়াছে যাহা ব্রিটিশ সাম্রাজ্যের অন্য বড় বড় অংশের সমান । কিন্তু এগুলা যে ফাকা কথা, তাহা ত আমরা একুশ বংসর পরেও দেখিতে পাইতেছি। “ভদ্রলোকের এক কথা” । ১৯১৯ খ্ৰীষ্টাব্দের ভারত-শাসন আইন অনুসারে ভারতবর্ষকে যে কন্সটিটিউশ্বন বা মূল রাষ্ট্রবিধি দেওয়া হয়, তাহ চালু করিবার প্রারম্ভিক কাৰ্য্য করেন তাৎকালিক রাজ-পিতৃব্য ডিউক অব কনট । তিনি তদুপলক্ষ্যে ১৯২১ সালের ৯ই ফেব্রুয়ারী কি3বলেনদেখা যাক । বিবিধ প্রসঙ্গ—কয়েকটি ব্রিটিশ প্রতিশ্রুতি S్చలు The new constitution was inaugurated in India by H. R. H. the Duke of Connaught, who, on behalf of H. M. the King Emperor, on February 9th, 1921, used these words : “For years—it may be for generations— loyal Indians have dreamed of Swaraj for their motherland. To-day you have the beginning of Swaraj within My Empire and the widest scope and ample opportunities for progress to the liberty which My other Dominions cnjoy.” Pp. 58-59. - ইহা লক্ষ্য করিবার বিষয় যে ১৯১৮ সালে অস্টেন চেম্বারলেন সাহেব সকল রাজনৈতিক দলের পালেমেণ্টসভোর অনুমোদন সহকারে বলিয়াছিলেন যে ভারতবর্ষ হঠাৎ এক লম্ফে ব্রিটিশ সাম্রাজ্যের অন্য সব বৃহৎ অংশের সমান একটি স্থানে উঠিয়া পড়িয়াছে, কিন্তু তাহার তিন বৎসর পরে মহামহিম ইংলণ্ডেশ্বরের পক্ষ হইতে ভারতীয়দিগকে বলা হইতেছে তাহারা ঐ অংশগুলির সমান স্বাধীনতার অভিমুখে অগ্রসর হইবার যথেষ্ট সুবিধা পাইয়াছে । তাহা হইলে ভারতবর্ষ বোধ হয় লাফ দিয়া যথাস্থানে পৌছিয়া পরে পিছলাইয়া উন্ট দিকে গিয়া পড়িয়াছিল! ১৯১৮ সালে অস্টেন চেম্বারলেন সাহেব যে অত্যুক্তি করিয়া অপ্রকৃত কথা বলিয়াছিলেন, তাহ ১৯২১ সালে মহামহিম ইংলণ্ডেশ্বর যে গবর্ণর-জেনারেল বাহাদুরকে উপদেশপত্র দেন (পূ: ৫৯) তাহা হইতেও বুঝা যায়— কেননা, তাহাতে বলা হইয়াছিল যে, পালেমেণ্ট এরূপ ব্যবস্থা করিয়াছেন যাহার ফলে ভারতবর্ষ ভবিষ্যতে ডোমীনিয়নগুলির মধ্যে যথোপযুক্ত স্থান পাইতে পারে। যথা— - - - - - the revised Instrument of Instructions to the Governor-General of India, issued on March 15, 1921, contains these word- : “For above all things it is Our will and pleasure that the plans laid by Our Parliameni . . . . may come to fruition to the end that British India may attain its due place among Our Dominions.” যাহা হউক, অস্টেন চেম্বারলেন সাহেবের উক্তি যথার্থ ন হইলেও এ-বিষয়ে কোন সন্দেহ নাই যে, ১৯২১ সালে ৯ই ফেব্রুয়ারী এবং ১৫ই মার্চ মহামহিম ইংলণ্ডেশ্বর এই ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন ষে ভারতবর্ষ যেন পরে ডোমীনিয়নগুলির মধ্যে স্থান পায় । কিন্তু র্তাহার ইচ্ছা পালেমেণ্টের আইন না-হওয়ায় পালেমেণ্ট তদনুসারে কাজ করিতে কোন বাধ্যতা অনুভব করে নাই ; ফলে ১৯৩৫ সালে যখন নুতন ভারত-শাসন আইন প্রণীত হইল তখন ভারতবর্ষ ডোমীনিয়নত্ব পাওয়া বা তাহার দিকে অগ্রসর হওয়া দুরে ; থাকুক, ডোমীনিয়ন :স্টেটস; শব দুটিকে