পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*. २* 8 প্রবাসী ১৩৪৬ সব ক্ষেত্রেই কঠিন ব্যাপার, এমন কি একপ্রকার অসস্তত্বও বলতে পারেন । বিজ্ঞান যদি সত্যসন্ধানী হয়, সাহিত্যকে তবে বলা যায় রসসন্ধানী । মামুযেয় প্রাণ ধারণ করতে হয় ; এ’দকের প্রয়োজন নিয়ে সমাজনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদ মিলে সভ্যতার একট। দিক গড়ে উঠেছে । মানুষ বাচে, প্রাণ ধারণ করে— এতেই কি মানুষ পৰ্য্যাপ্ত. না মানুষের আর কিছু আছে ?”--- তিনি বলিতে লাগিলেন, "নিজেয় মধ্যে যে সত্যের সন্ধান পায় নাই কিম্বা করে নাই, তার পক্ষে রবীন্দ্রনাথকে সঠিকভাবে বোঝা সম্ভব নয়-এই আমার ধারণ ‘চার অধ্যায় নিয়ে সেদিন আপনাবা উত্তেজিত হয়েছিলেন, কিন্তু আপনাদের অভিনন্দনের উত্তরে তিনি জন্মদিনে যে 'প্রত্যfভনন্দন’ বক্স ক্যাম্পের বর্মীদের পাঠিয়েছিলেন, তা আর এক ধাব দেখে নেবেন । তখন বুঝতে পারবেন, আপনাদের মধ্যে মানুষের কোন পরিচয়কে তিনি দেখতে পেয়েছেন ও সম্মান भिtग्नtछ्न ।••• “আপনাদেরই এক জনের কথা, বলি যাকে সবাই সম্মান করে থাকেন নেতা বলে । জীবনে, ব্যক্তিগত বা রাজনীতি যে কোন ক্ষেত্রেই হউক, যখন ভয়ানক সময় উপস্থিত হয়, বিশ্বাসের জোব কমে যায়, বুদ্ধিতে পথ পরিষ্কার আর ধব পড়তে চায়ু না,—তখন তিনি যে ভাবে শক্তি সঞ্চর করতেন, শুনলে সত্য বলে হয়তো বিশ্বাস করবেন না । শক্তি সংগ্রহ করতেন ! কতবার যে আমি নিজেই তাকে গুণ, গুণ, করে আবৃত্তি করতে শুনেছি, তোমার আসনতলের মাটির পরে লুটিয়ে রব । তোমার চরণ-ধূলায় ধূলায় ধূসর হব । "বিপ্লবের নেতাকে শক্তিরসে যিনি পুষ্ট করতে পারে তা মৰ্য্যাদা সম্বন্ধে আপনাদের আরও একটু সচেতন হওয়া উচিত ছিল । কিন্তু আমরা নিজেরা সাধক নয়, প্রেমিকও নয় আমরা সত্য-অন্বেষুও নয়—তাই রবীন্দ্রনাথের যথার্থ মূল বুঝতে আমরা স্বভাবতই অক্ষম ". কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর কঠিলেন, “এই রাজপুতনায় এসে কার কথা আপনার প্রথম মনে হয়েছিল ?” “রাণ প্রভাপসিংহের ।” “রাণ। প্রতাপের আগে এবং পরে কত লোক রাজপুতনা জন্মেছে, কিন্তু ঐ লোকটিষ্ট শুধু এ-দেশের মানসিক প্রতিমূর্তাি ব। প্রতিনিধি হয়ে জীবিত আছেন। বাংলার ও ভারতে আজকের সমস্যা আজি বা কাল এক দিন মীমাংসা হবে তখন এই রথীন্দ্রনাথের নিকট আমাদের সেদিনকার দেশবাসী আসতে হবে,—দেশের ঐশ্বর্য্যের ও বাণীর সন্ধান নিতে রবীন্দ্রনাথকে তার দেশ বুঝতে পারে নি, কিন্তু সৌভাগ্যের দিনে জাতির মহৎ ও সত্য প্রয়োজন যখন দেখা দেবে, তখনই রবীন্দ্রনাথকে দেশবাসী বুঝতে পারবে। এ প্রতিভার পরমা যে কত অমিতায় তা বুঝতে একটু দৃষ্টি থাক চাই ।”. গান গেয়ে, অথচ তিনি গান জানেন না। এই রকম দিনে । মন্দির] ] - இ_. বনস্পতির ছায়ায় শ্ৰীলাভচাদ মেঘানী অঙ্কিত മ്മ