নিৰ্ম্মোক “বনফুল” Vo পরদিন সকালে উঠিয়াই বিমল নিজের বাসাটা দেখিতে গেল। গঙ্গার ধারে ছোটখাট বাসাটি বেশ চমৎকার—একটু দূর হইতে রাস্তার উপর দাড়াইয়া দাড়াইয়াই বিমল দেখিতে লাগিল । পরেশ-দা সঙ্গে ছিলেন, বলিলেন—পাগলা ডাক্তারের সঙ্গে দেখা করবে না কি এখুনি । বিমল একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল, ভাবিতেছিল মণির এ বাসাটা পছন্দ হইবে কি না । মণি আবার একটু খুংখুতে ধরণের । এই মফস্বল জায়গায় হয়তে 気予「零t委ー পরেশ-দা পুনরায় বলিলেন—দেখা করবে না কি ! এখন ৪ হয়ত ওঠেই নি পাগলা । বিমল বলিল—বেশ তো চলুন না,—সত্যিই পাগল নাকি ? —ছিট আছে । কাছে আসিয়া দেখা গেল, বাড়ীর দরজাটা খোলা রহিয়াছে । —প্রকাশবাবু, ও প্রকাশবাবু। শব্দ শুনিয়া একটা লোম-ওঠা কুকুর বাড়ীর ভিতর হইতে স্কট করিয়া বাহির হইয়া গেল ; পরেশ-দা একটু হাসিলেন । —প্রকাশবাবু ー(エー রক্তচক্ষু বিরাটুবপু প্রকাশবাবু অসুস্থত বসনটা সীমলাইতে সামলাইতে আসিয়া দ্বারপ্রান্তে দেখা দিলেন। কুচকুচে কালো রং, প্রকাগু ভারি মুখ, সপ্তানিদ্রোথিত বলিয়া চোখ দুটি লাল লাল । —কি চান ? —ইনিই নতুন ডাক্তার, বিমলবাবু, আপনার সঙ্গে আলাপ করতে এলেন,—কাল রাত্তিরে এসেছেন । প্রকাশবাবু ক্ষণকাল বিমলের মুখের উপর দৃষ্টিনিবদ্ধ করিয়া রহিলেন ও নমস্কার । —নমস্কার } বিমল ভিতরে প্রবেশ করিল। তংপরে বলিলেন—ওঁ আসুন, পরেশ-দা বলিলেন–বিমল তুমি তাহলে আলাপটালাপ ক’রে এস আমার ওখানে । আমি যাই ডাকগুলো কাটতে হবে— —আচ্ছা | পরেশ দ। চলিয়া গেলেন । ভিতরে ঢুকিয়াই বিমলের চোখে পড়িল উঠানের উপর একটা দড়ির খাটিয়ায় । বাখারি-সহযোগে একটি মশারি-টাঙানো আছে ঠিক বলা চলে না—কোনক্রমে ঝুলিয়া আছে। খাটের এক ধারে একটা হাতলবিহীন চেয়ারে ধূমাঙ্কিত একটা লণ্ঠন বসান রহিয়াছে এবং তাহার পাশেই বিথ্যাত ডাক্তারি কাগজ ‘ল্যানসে একখানা। উঠানের মাঝামাঝি একটা তার খাটানে, তাহাতে একখানি গামছা শুকাইতেছে। বিমল বলিল—আপনার বুঝি বাইরে শোয়া অভ্যেস ? চকিতে একবার খাটিয়াটার পানে চাহিয়া প্রকাশবাবু বলিলেন—হঁ্যা, কি শীত কি গ্রীষ্ম । আহন ভেতরে বসা যাক । ঘরের ভিতর গিয়াও বিমল দেখিল প্রকাশবাবুর আসবাবপত্র বিশেষ কিছু নাই। ঘরের ভিতর একটি চৌকি, একটি টেবিল এবং আর একখানি চেয়ার রহিয়াছে । —একাই ছিলেন নাকি এত দিন এখানে ? —না, ফ্যামিলি জিনিষপত্র সব পাঠিয়ে দিয়েছি, এই
পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।