QᏬ প্রবাসী י 98אל বার আপনার হাতে রাজ্যভার সমর্পণ করে আমিও রওনা হয়ে পড়ব-হ-হ-হা-বমুন, বসুন। প্রকাশবাবু চৌকিটাতে উপবেশন করিলেন, বিমল চেয়ারে বসিল। বিলে একটু ইতস্ততঃ করিয়া অবশেষে । প্রশ্নটা করিয়াই ফেলিল—আপনি চলে যাচ্ছেন কেন এখান থেকে ? —আপনি ঐ কথা জিজ্ঞেস করছেন আর আমি ক-দিন থেকে ভাবছি আমি ছিলাম কেন এখানে এত দিন ? নষ্ট করবার মত সময় সত্যিই তো নেই—হ-হ-হ-হ!— —কতদিন ছিলেন আপনি এখানে ? —ছ-মাস, তার আগে ছিলাম চা-বাগানে, কিছু দিন জাহাজে জাহাজেও ঘুরেছি, ডিষ্ট্রিক্ট বোর্ডেও ছিলাম কিছু দিন। কিন্তু এখন দেখছি নষ্ট করবার মত সময় সত্যিই আর বেশী নেই, এইবার ডিসেন্ট্ৰলি যা হোক একটা কিছু করতে হবে। —কোথাও ঠিক করেছেন না কি কিছু ? —ঠক ! ঠিক কি কথনও কিছু হয় মশাই ! জনসমুদ্রে গ ভাসিয়ে দিয়ে কোথাও-না-কোথাও ভিড়ে পড়ব আবার ! তবে এবার ডিসেন কিছু না দেখলে আর সহজে ভিড়ছি না। গান শুনব অকুর-সংবাদ পয়সা দেব একটি—ওর মধ্যে আর নেই আমি-হ-হ-হ-হা বিমল অতু ভব করিল এই বিকট হাসির জন্যই বোধ হয় সকলে ইহাকে পাগল আখ্যা দিয়াছে। হাসিতে হাসিতে ভদ্রলোকের চোখ দিয়া জগ বাহির হইয়া পড়িয়াছে ! দ্বারপ্রান্তে ভৃত্য-জাতীয় এক ব্যক্তি দর্শন দিল । —বাবু, কাল আবার আপনি কপাট খুলে রেখে শুয়েছিলেন, কুকুরে সব খেয়ে গেছে— —আবার ! চকিতের মধ্যে প্রকাশবাবুর মুখের হাসি নিবিয়া গেল, দারুন ক্রোধে সমস্ত মুগখানা ভীষণ হইয়া উঠিল । বিমলের দিকে ফিরিয়া বলিলেন—দেখুন, কতকগুলো লোম-ওঠা খেকি কুকুর আছে এ পাড়ায়, এ পাড়ায় কেন সৰ্ব্বত্রই— মিউনিসিপালিটিকে বলে বলে আমি হাব মেনে গেলুম মশাই, এক ধাৰ্ম্মিক চেয়ারম্যান জুটেছে সে কিছুতেই কুকুর মারতে দেবে না। অথচ প্রতি বছরেই পাগল কুকুরে লোককে কামড়াচ্ছে! আর আমি তো নাস্তানাবুদ : , গেলাম-দিজ ডগস আর প্লেইং হেল উইথ মি–ছ দুৰ্ব্বহ হয়ে উঠেছে! ব্যাটাচ্ছেলে ভণ্ড কোথাকার! বিমল চুপ করিয়া রহিল। ভৃত্যটি ইতস্তত: করিতেছিল। প্রকাশবাবু বললেন ভৈরব, ইনিই নূতন ডাক্তারবাবু, চা-টা খাওয়াও একে, কিছু খাবারও নিয়ে এস। ভৈরব ঝুকিয় বিমলকে প্রণাম করিল। প্রকাশবাবু বলিলেন-ও ঘরের তাকে একটা থাf: সিগারেটের টিনে কিছু পয়সা আছে দেখো— ভৈরব চলিয়া গেল এবং ক্ষণপরেই গালি সিগারেট টিনটি লষ্টয়া প্রত্যাবৰ্ত্তন করিল। —কই, একটি পয়সাও তো নেই এতে বাবু! —নেই ? সে কি, এই তো পরশুদিন একটা টাকা ভাঙিয়ে রেখেছিলাম। নিরহের মত মুখ করিয়া ভৈরব বলিল- খরচও তে। হয়েছে, কাল তেল আনালেন, সিগারেট আনলাম, আর সব যেন কি কি – প্রকাশ বাবু দেন সম্বিং ফিরিয়া পাইলেন । —ভাল কথা মনে পড়েছে, সিগারেট খান আপ ওরে আমার পকেট থেকে সিগারেটের প.jকেটটা মিত্ত্বে আয় । ভৈরব চলিয়া গেলে একটা স্ক্যটকেস তিনি চৌকিটার তলা হইতে টানিয়া বাহির করিলেন । বিমল দেখিল স্থ্যটকেসে চাবির বালাই নাই। ডালাটা খুলিয় তাহার ভিতর হইতে একটি দশ টাকার নোট বাহির করিয়া প্রকাশবাবু বিমলের দিকে ফিরিয়৷ সঙ্গতে বলিলেনআর একটি মাত্র বাকি রইল, তার পর হাটকেসটা পুনরায় চৗকির তলায় ঠেলিয়া দিয়া বলিলেন—একেবাৰে নিঃস্ব হবার আগে সরে পড়তে চাই—হ-হ-হ-হঃ— চলু আজই আপনাকে চার্জটা দিয়ে দিই— ভৈরব সিগারেট ও দিয়াশলাই লইয়া আসিতেই প্রকাশবাবু তাহার হাতে দশ টাকার নোটটি দিয়া বলিলেন -এইটে ভাঙিয়ে চট্ ক’রে কিছু থাবার আনে৷ গিয়ে ।
পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।