পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংস্কৃতসাহিত্যের পার্থী ও তাহার নামতালিকা শ্ৰীসত্যচরণ লাহ एक्का অৰ্দ্ধসহ—পেচক (বৈদাকশব্দসিন্ধু) । অলঞ্জ-ভাসপক্ষী ( তৈত্তিরীয় সংহিতা, সাযুণভাৰ্য্য ) ; কঙ্কের ন্যায় ইহা শ্বোনের অবাস্তর জাতিভেদ, কঙ্কের শির মণ্ডলাকার, অলজের পা বিশিষ্ট লক্ষণান্বিত—“পাদস্থানীয়াসু সিতাঙ্ক দ্বাদশসংখ্যামপোদ্যচতুঃ সংখ্যাং ক্রতে” । অলি—কাক। কোকিল। “অলতি কৃজিতে শদিতে বা সমর্থে ভবতি ইতি । কাকে, কোকিলে চ” ( বাচস্পত্য অভিধান ) । অলিকুলব-আমিষাশী পক্ষী ( অথৰ্ব্ববেদ ) ; এই অর্থেই ম্যাকডোনেল ও কৗথ-এর বেদিক ইনডেক্স গ্রন্থে, এমন কি মনিয়র উঠলিয়মস্ এর অভিধানে "a kind of carrion bird" বলা হইয়াছে। অথৰ্ব্ববেদের ইংরাজি টীকায় হুইট্‌নি কিন্তু ইহাকে Buzzard বলিয়াছেন, যদিও তিনি লিখিয়াছেন যে ইহা তাঙ্গর অনুমান মাত্র। বাস্তবিক বেদোক্ত প্রসঙ্গ বিচার করিয়া দেখিলে Buzzard পার্থীকে কুষ্যশবভুক্‌ গণ্য করা চলে না। আলিপক—কোকিল। “কুৎসিত বর্ণেন লিপ্যতে ইতি” ( বাচস্পত্য অভিধান )। অলিমক-অলি ; কোকিল । অলিম্পক—কোকিল । অলিম্বক—অলিমক ; কোকিল । অল্পবৰ্ত্তক—তিক্তির ( বৈদ্যকশবাসিন্ধু) । অবয়বী-পক্ষী (বৈদ্যকশবাসিন্ধু)। অশ্বক –কুলিঙ্গ (বৈদ্যাকশব্দসিন্ধু) ; মনিয়র উইলিয়মস্ ইহাকে Sparrow বলিয়াছেন। স্বশ্ৰুত সংহিতায় দুই প্রকার কুলিঙ্গ-কুলিঙ্গ ও গৃহকুলিঙ্গ পাওয়া যায় ; টাকায় ডম্বন ইহাদিগকে বন্য এবং পুণ্ড, বা গ্রাম-চটক বলিয়াছেন । অসিতগ্রীব—ময়ুর ( মহাভারত, শান্তিপৰ্ব্ব ) । অসিতাপাঙ্গ-চকোর ( মহাভারত, বনপৰ্ব্ব ) । অস্থিতুগু-পক্ষী। অস্থিভক্ষ—হাড়গিলা পক্ষী ( বাচস্পত্য অভিধান )। অহরদূক্—গুঞ্জ (বৈদ্যকশব্দসিন্ধু)। অন্তিকুট-ভরদ্বাজ পক্ষী (বৈদ্যকশব্দসিন্ধু)। অহিদ্বিট—ময়ুর। অহিৰ্ভূক্—ময়ুর। অহিমার—অতিটি । অহিরিপু~~অহিদ্বিট । অহিবিটি —অহিন্ধি । অ ( পরিশিষ্ট ) অগ্ন্যা-তিত্তির পক্ষী (বৈদ্যকশবাসিন্ধু)। অঞ্জলিকর্ণ—মুশ্রুত সংহিতায় এই পাখীর মুখের অনুকরণে গঠিত যন্ত্রের উল্লেখ দেখা যায়। কিন্তু পার্থীটির পরিচয় কিছুই পাওয়া যায় না, এমন কি সংস্কৃত কোন অভিধানের মধ্যে ৪ নয় । অণ্ডীরক—বুহৎ সংহিতায় দিবসচারী পক্ষী হিসাবে ইহার পরিচয় পাওয়া যায় । ইহার কণ্ঠস্বরের পরিচয় দেওয়া আছে—টী এই শব পূর্ণ বা স্বাভাবিক, কিন্তু “টিটিটি এইরূপ স্বর দীপ্ত । অন্নদূষক—মুশ্রুত সংহিতার বোম্বাই সংস্করণে এই শব্দ পাওয়া যায়, কিন্তু বঙ্গদেশীয় অধিকাংশ সংস্করণে “দূষক" দৃষ্ট হয় ; উভয় সংস্করণেই কিন্তু ডম্বনের টীকা এইরূপ দেওয়া আছে—“দ্বিতীয় ফেঞ্জাতক, অন্যে সঞ্চানচঞ্চাকৃতিচঞ্চুভাগঃ দীর্ঘপুচ্ছাদিলক্ষণেন প্রতুদং বিহঙ্গমাহু:” । অকী—ময়ুর ( বৈদ্যকশব্দসিন্ধু) । অবভঞ্জন-সুশ্রুত সংহিতায় পাখী বলিয়া ইহার নির্দেশ পাওয়া যায়, অন্য পরিচয় নাই ; কেবল ইহার মুখের অনুকরণে গঠিত একরূপ স্বস্তিক যন্ত্রের উল্লেখ আছে। আ আকলী—চড়াই পার্থী (বৈদ্যকশবাসিন্ধু )। আথনিক—বারিচর পক্ষী ( নানার্থীর্ণবসংক্ষেপ ) ।