পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা] বনিয়াদী ঘর ኟፃ¢ बिट्बक७ छूटे श्ङ । चाब्र cभषमाणांe नूडन नउँौन বিবাহ করিয়া আন অপেক্ষ, পুরানো সতীনকে ফিরাইয়া জানাই বেশী পছন্দ করিত, কারণ ইহার দাবী তাহারও আগের। ললিতা আছে জানিয়াই মেঘমালার মা বাবা . বিবাহ দিয়াছিলেন, কাজেই তাহারাও খুব বেশী জাপত্তি করিতে পারিতেন না। ললিতা মেয়েটি চমৎকার, রূপসী না হউক অনন্তের পক্ষে ছুই বউকে একসঙ্গে ঘর করিতে রাজী করাও নিতান্ত অসম্ভব না হইতে পারিত। কিন্তু ললিতার কোনো খোজই মিলিল না। একদিন নিতান্ত অপমান অনাদর করিয়া যাহাকে বিদায় করিয়া দেওয়া झंझेब्रांहिज, यांछ डांशांब्र जॉमब्र अछTर्थनांब्र छछ घ८ब्रब्र खांब्र উন্মুক্ত করিলেও সে আর ফিরিল না । ভারতবর্ষের ত্রিশকোট মানুষের মেলায়, সেই বালিকা কোথায় ষে হারাইয়া গেল কোনো সন্ধান রাখিয়া গেল না । দেশের বাড়ীতে গিয়া পিতার শ্রাদ্ধাদি করিয়া ম৷ এবং বউকে লইয়৷ অনন্ত আবার কলিকাতায় ফিরিয়া আসিল । দিন আগেরই মতন কাটিতে লাগিল। অনন্ত মেঘমালার চিকিৎসার জন্ত মুক্তহস্তে টাকাকড়ি খরচ করিতে লাগিল, মহালক্ষ্মীও অদম্য উৎসাহে মাদুলি, কবচ, অব্যর্থ মহৌষধ প্রভৃতি জোগাড় করিতে লাগিলেন। কিন্তু মেঘমালার অাশা দিনের দিন ক্ষীণ হইতে ক্ষীণতর হইতে লাগিল । তবু স্ত্রীর বয়স অল্পই, বলিয়া অনন্ত একেবারে হাল ছাড়িল না। আরো বছর দুই-চার দেখা যাক, তাহার পর মেঘমালাকে বুঝাইয়া স্থঝাইয় তাহার অল্পমতি লইয়া, আবার বিবাহই করিতে হইবে। মেঘমালার বিন্দুমাত্রও चनांनब्र cन कब्रिट्व न, cनहे शृश्नैिौ षक्रिब, न्डन cदौ তাহার পায়ের নীচে থাকিবে। हेनांनौ९ यहांजचौe चश् इहेब्र अफिधांश्लिन, তাহার নানাপ্রকার জটিল ব্যাধির স্বষ্টি হইয়াছিল। কিন্তু ডাক্তার দেখানর নামে তিনি হাড়ে চটিয়া উঠিতেন, কাজেই কিছুকাল তাহার চিকিৎসাই হইল না। ७कनिन किरू बज्रहे बांछांबांफ़ि हऐब cगंज । अनखe बांग्लौ नॉरें, কাজে गिंब्रां८ह, চাকরটাও थॉट्रेञ्च-गाहेबां. বেড়াইতে বাহির হইয়াছে, ফিরিবে সেই বেলা চারিটায়। বাড়ীতে লোকের মধ্যে পীড়িত শ্বাশুড়ী, সম্ৰভা বৰু এবং একটা বুড়ী ঝি। শ্বাশুড়ীর অবস্থা দেখিয়া মেঘমালার ত ভয়ে হাত পা কাপিতে লাগিল। বিকে বলিল “ওরে কাউকে ডাক, শীগগির ওঁকে কোনোরকমে খবর কি।" ঝি বলিল, “কাৰে ডাকৰ বৌমা ? দুপুরে কেই বা ঘরে বসে আছে, সব আপন আপন কাজে গেছে।” মেঘমালা আকুল হুইয়া বলিল, “তবে কি হবে ?” রি বলিল, “এক কাজ করি বেীমা, গলির মোড়ে বড় রাস্তার উপর একজন মেয়ে-ডাক্তার থাকে, খুব পশার তার, তাকেই ডেকে আনি ৷” মেঘমালার ধরে প্রাণ আসিল, বলিল, “তাই ধা শীগগির দৌড়ে যা। টাকা উনি এলে পাঠিয়ে দিলেই হবে ।” বৃদ্ধ ঝি যথাসম্ভব দ্রুতপদেই বাহির হইয়া গেল। মিনিট পনেরো কুড়ির ভিতর আধুনিক সাজে সজ্জিত একটি যুবতীকে লইয়া সে ফিরিয়া আসিল। ঝিম্বের হাতে ছোট একটি হাও ব্যাগ। মেঘমালাকে দেখিয়া লেডী ডাক্তার জিজ্ঞাপ করিল, “কার অমুখ ? কি অসুখ ? আপনার ঝি ভাল করে কিছুই বলতে পারল না।” মেঘমালা বলিল, “আপনি এই ঘরে আন্ধন। অক্ষগ আমার শ্বাশুড়ীর ” লেডী ডাক্তার ভিতরে ঢুকিল। মেয়েমানুষ একে, তাহাতে অল্পবয়স্ক, মুখখানিও কোমল। দেখিয়৷ মহালক্ষ্মীর ভালই লাগিল, কাজেই অন্ত ডাক্তারের বেলা স্বেরূপ প্রবল আপত্তি করিতেন এখন সে-সব কিছুই করিলেন না। যুবতী তাহাকে নিপুণভাবে পরীক্ষা ও প্রশ্ন করিয়া ব্যাপার বুৰিয়া লইল । তাহার পর বুড়ী क्टूिक निळखद्र बांएँौ श्रार्टॉशेब्र भद्रकांद्रौ ठेवशानेि अब আনাইয়া লইল এবং ঘণ্টাখানিক পরিশ্রম কবিয়া, भशलकौरक शानिरुकै शश् कब्रिग्न। बिमाग्न इहेल । याझेदान সময় বলিয়া গেল, বাড়াবাড়ি হইলে তাঁহাকে আবার খবর দিতে। সে না থাকিলেও বাড়ীতে দু' চারজন নাসও থাকে, তাহারা জাসিয়া সাহায্য করিবে । S C CMATTA AAAA S SAAAAAMMMATS TT