পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] এই কৈলাস ও মানস-সরোবর দর্শন, ভাগ্যের কতটা যোগাযোগ, এবং কতটা পুরুষার্থের সঙ্গয়ে ঘটিয়াছে, তাছা ভাবিবার বিষয়। এই যে অজ্ঞাতনাম, সম্পূর্ণ অপরিচিত হিমালয়ের অধিবাসী ভোটিয়া বন্ধুবৰ্গ, ভাগ্যৰূপে ইকারাই আমাদের পুরুষার্থকে সফল করিয়া দিলেন, এটা স্পষ্টই দেখিতে পাইলাম। মনের মধ্যে এই সকল তোলাপাড়া করিতে করিতে দলের সঙ্গে গুটি গুটি চলিয়াছি, ক্রমে তথন অরুণোদয় হইয়াছে, সম্মুখে মরুভূমির মত বিস্তীর্ণ অসমতল কায়া তপন ও মানস-সরোবরকে দৃষ্টির অপ্তরালে রাথিয়াছে। হঠাৎ সম্মুখে বহু দূরে একটি ঘনরেখা দেখা

      • にま_- 。

- = بختیاری است. --- ” اے سمیت * قہ-قیہ بی بی هدT ج- శ్రోత్జ్క్షై - 4 - مهر - “- ** - - இ - * -- উঞ্চ প্রস্রবণ হিমালয় পারে কৈলাস ও মানস-সরোবর NවීL গেল, দেখিতে দেখিতে ক্রমে সেটি কিছু নিকটবৰ্ত্তী হইলে একদল অশ্বারোহী বলিয়া বোধ হইল। সারি সারি প্রায় পঞ্চাশটি রক্তবস্ত্রপার তঞ্চ তীয় অশ্বারোঙ্গী ধীর গতিতে আমাদের দিকে অগ্রসর হইতেছে। রূমা বলিল, “পিতাজী দেখিয়ে বো ক্যা চৈ।” আমি বলিলাম, “ডাকাতের দল নাকি ?”—রুম বলিল "নষ্ঠী ও চল্লিশ মা ওয়াসা ।” মওয়াসা বলিতে গৃহস্থ পরিবার বা সংসার বুঝায়। চল্লিশটি সংসার একত্র দলবদ্ধ হইয়া তীর্থে যাইতেছে । উচারা এইরূপেই তীর্থ করে। এখন কৈলাস যাইতেছে, পরে কৈলাস প্রদক্ষিণাদি শে ষ ক রি য়। মানস সরোবর পরি ক ম ৭ করিলে । ক্রমে স্বর্যোদয় হইয়, সেই মওয়াসরি দলটিও আমাদের ছাড়া ই য় চলিয়া গে ল । তাহার কিছুক্ষণ পর আবার একটি ছোট দল গে দিল । নিকটে আদিলৈ দেখা গেল প্রায় আট " জন তিব্বত পুরুষ— সঙ্গে নানা-প্রকার মাল, মেণ্ডয়া ফল প্রভৃতি লইয়া বি ক্র রা থ যাইছেড়ে । তাঙ্গদের সঙ্গে ছোট । ছোট ঝুড়িচ্চে ফল, বড় পড় গোবাণী, পাঁচ, আপরোট, বাদাম খেজুর প্রভৃতি আমাদের দলের স ক ল কে দেখাইতে লাগিল । আ মা দে র ভোটিয়া মুরব্বি দুইজন বেশী দাম দিয়া কিছু কিছু