পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] - বেশ চেহারা । ইহাঙ্গের দলে থাকিরাও সে এত দনে তালখেলা শেখে নাই, ইহাদের কথাবার্তা হইতে অপূৰ্ব্ব বুঝিয়াছিল। পরদিন শনিবার। বোর্ডিংয়ের বেশীর ভাগ ছেলেই স্বপারিন্টেগুেন্টের কাছে ছুটী লইয়া বাড়ী চলিয়া গেল। অপূৰ্ব্ব মোটে দুই দিন হইল আসিয়াছে, তাহা ছাড়া যাতায়াতে খরচপত্রও আছে, কাজেই তাহার যাওয়ার कथाझे ऐटैिटङ नाट्य न । किछ उबू डाशांब भटन झ्झेल এই শনিবারে একবার মাকে দেখিয়া আসিলে মন্দ হুইত না—সারা শনিবারের বৈকালটা কেমন খালি খালি ফfকা ফাকা ঠেকিতেছিল । স্কুল কম্পাউণ্ডের ধারে একটা জায়গায় অনেকগুলা রক্তজবা ও পাতাবাহারের গাছ, মানুষের হাতে পোতা হুইলেও অনেকটা বন ঝোপের মত দেখায়, এই দুই দিনেই সে জায়গাটিকে চিনিয়া লইয়াছিল—গাছপালা ভিন্ন সে জীবন কল্পনা করিতে পারে না, গাছপালার সাহচৰা হইতে বেশী দিন দূরে থাকিতে হইলে প্রাণ তাহার কেমন স্থাপাইয় ওঠে, বৈকালে আজ আর ক্রিকেট গেলার ধুম ছিল না, বোর্ডিংয়ের অধিকাংশ ছেলেই নাই— বেলা একটু পড়িলে সেখানটাতে আসিয়া দূৰ্ব্বা ঘাসের উপর সে বসিয়া পড়িল । কম্পাউণ্ডেব ও-পারের বাড়ীটা অপরাজিত &సిపిy ജാബ്- _ = . ہم معیحییors.هعم.. কোন এক উকীলের, চূণকাম-করা ছোট বাড়ী, উঠানে একটা বেল গাছ, জানালায় পর্দা টাঙানে । রাস্তার দিক হইতে একটা ছোট রবারের বল আসিয়া তাহার পায়ের কাছে পড়িল—সঙ্গে সঙ্গে একটা ছোট ছেলের উংস্থক মুখ কম্পাউণ্ডের পাচিলের ঘুলঘুলিতে দেখা গেল। ছেলেটি বলিল, আমার বলটা পড়েচে ওখানে ?--দিন না— অপু বলিল, তোমার নাম কি ? ছেলেটি আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, ঐ যে আপনার পায়ের কাছে পড়েচে, দিন ন अश्रू दलü क्लक्लिब मिल । बनिण, नांभ वाल्ल ना ?••• বালক হাসিমুখে চলিয়া গেল। অপু হাসিয়া ভাবিল—বলটা দিলাম, নাম বলা হল না। আচ্ছা রঙ, इष्टबि ওর—দেখি কোনদিকে গেল?... কিন্তু উঠিতে গিয়া তাহার উঠিবার মন হইল না। সে খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। কিছুই ভাবিতেছিল না, শুধু এই লম্বা পাতাবাহার গাছটার ছায়া, ধূলামাটির উপর বিছানে৷ শুকনা পাতার রাশি, নরম দূৰ্ব্বা-বেশ লাগিতেছিল। এই ষেন যথেষ্ট, ইহার বেশী যেন আর কিছুরই প্রয়োজন নাই । ( ক্রমশ: )