পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অ সংখ্যা ]
কয়েকটি গুজরাটা গরু
wwww
ভানুর মাের ডাক আমার কাছে,
বিষয় দিব ছাড়ি,
ভানুর চলেন বৈদ্য যেথায় আছে,
রাজল মারবাড়ী।
বৈদ্য কহে যাব না আমি, বাবু,
কাটার বিষে চাহি না হতে কাবু।
শাশুড়ী মাকে ডাকে। আমার কাছে।
এ ঘর দিব ছাড়ি,
শ্বাশুড়ী চলেন বৈদ্য যেথায় আছে
রাজল মারবাড়ী
বৈধ্য কহে, যাব না। আমি মা,
বিষে কাবু হইতে চাহি না।
মূল
[ প্রাচীন গরব। ]
হাঁকে রাজ, বাড়ীওন। পাণী ভবা গ্যার্তা,
মনে কের কাটো বাগ্যো ১ H
হাকে রাজ, বড়োদরানা বৈদড় তেড়াবে,
শনে ওড়ী কয়াবো
মনে কের কাটো বাগ্যো ॥২ |
হাকে রা, সমরাঙ্গীনী পাঘড়ীও কভাবে,
এনা পাউড়ীয়া বন্ধাব,
মনে কের কাটো বাগ্যো || ৩||
হাঁকে রাজ, সাজীনী সাড়াও রূড়াব।
আহা পড়া বন্ধাবো,
মনে কের কাটো বাগ্যো ॥ ৪ |
হকে রাজ, ঘরমধারাঁধণীয়ানে কাঢ়ে,
মারে ধূমড়ে আখ্য দুঃখে,
মনে কের কাটো বাগ্যে। ৫ |
হাঁকে রাজ, সসীনে চোট কররা মেলে।
মারা ঘূৰটড়া ছাড়াবাে,
মনে কের কাটা বাগ্যো ৭ ৬ |
হকে রাজ, সামুড়ীনে তীরব করবা মেলে।
এ না ছােগড়ানে, সতী।
মনেকের কাটে। বগো ॥৭॥
তাকে রাজ, নদীনে সাসরীয়ে বাবাে।
বাধ্য-বচক। সােতী,
মনে কের কাটো বাগ্যে ৷৮।
সতীনকে মাের ডাকে। আমার কাছে
স্বামীরে দিব ছাড়ি,
সতীন চলেন বৈদ্য যেথায় আছে,
রাজল মারবাড়ী।
বৈদ্য কহে, যাব না আমি মা,
বিষে কাৰু হইতে চাহি না।
পতিরে মাের ডাকো আমার কাছে,
ছেলেরা সব তারই,
পতি চলেন বৈদ্য যেথায় আছে,
কাটার বিষ যে ভারি।
স্বামী যারে ডাকেন বৈদ্য খাটি
দুলিল কাটাগাছি।
হাতের কাটা তুলিল পরিপাট,
বচি গাে আমি বাঁচি।
ভাসুরে ডাক বিষয় নেব ফিরে,
হরেছে ভােলা হাতের কাটাটিরে
বাঁচিয়া আমি আছি।
অনুবাদ
(ও গে৷ বাঙ্গা) গিয়েছিনু হারায় জল ভরিতে,
বিধিল কুলের কাটা আচম্বিতে।
(ও গাে রাজা) বড়ােদা শহর হতে বৈদ্য ডাকো,
ওষুধপত্র সব হাজির রাখে।
বাহা কিছু করিবার কর দিতে,
বিলি কুলের কাটা আচম্বিতে।
3
শাশুড়ী দিন ফিরিয়ে ঘর-বার,
হাতের কাঁটা হইয়া গেছে বার,
বাঁচিয়া আমি আছি।
সতীনে ডাক ফিরায়ে নিব স্বামী,
স্বামী আমার, তাহারই শুধু আমি ।
ধটি যে আমি বাঁচি।
(ওগাে রাজা) মাের শ্বশুরের সব ছেড়ে পাড়ী,
যেখানে বিধেছে বসে পট্টি করি ।
তাড়াতাড়ি কর মাের দুপ হরিতে,
বিধিল কুলের কাটা আচম্বিতে।