পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] কলি, অযথ শপথ করিলে বা মাতলামি করিলে প্রত্যেকবার অপরাধের জন্য এক শিলিং হইতে দশ টাক পৰ্য্যস্ত, যে অপরাধের জন্ত যে জরিমান নিদিষ্ট ছিল, তাহ দিতে হইত । রাজকীয় সনন্দানুসারে প্রথম আদালতের কষ্টি হয় ১৭২৪ বা ২৭ খ্ৰীষ্টাব্দে । উহার নাম ছিল মেম্বর কোট, উহাকে কোর্ট অব রেকর্ডও বলিত। এখানে মেয়র ও নয়ঞ্জম সহকারী বা অলডারম্যান ; তন্মধ্যে সাতজন থাটি ইংরেজ ও ছজন দেশীয় প্রোটেষ্টান্ট, খৃষ্ঠান । ইহারাই বিচার করিতেন । এই আদালতে প্রধানতঃ ইংরেজদের বিষয়-ঘটিত দেওয়ানী মোকদ্দমার শুনানী হুইত । বৰ্ত্তমানে ধেখানে সেন্ট এণ্ড,স গিচ্চা আছে এই স্থানেই পুরাতন কোট হাউস ছিল। ইহার উপরে কোর্ট অব আপিল নামে আর একটি আদালত ছিল, গভর্ণর ৪ কাউন্সিলের সভাগণ একত্র বসিয়৷ তথায় বিচার করিতেন। বড় বড় ফৌজদারী মামলা নিম্পত্তির জন্য সেকালে আর একটি আদালত ছিল । তাহার মাম ছিল কোর্ট অব কোয়াটার সেসান্স এখানে 'wকবলমাত্র গভর্ণর নিজে বিচার করিতেন । মেয়রের নীচেষ্ট জমিদার সাহেব নামে একটি পদ তাহাদের একাধারে ಸಿrfಇತ್ತಿರಿ ওঁ কলেক্টরের করিতে হইত। সেকালের সিবিলিয়ানরাষ্ট এন্থ ইতেন । স্বপ্রসিদ্ধ হলওয়েল বহু দিন এই কাজ নয়াছিলেন । এই সাহেব জমিদারের একজন দেশীয় fসহকারী খার্কিত তাহাকে “ব্ল্যাক জমিদার” বলিত। ফৌজদারী বিভাগে ইহার দস্তুরমত শাসন কম্ভূত্ব চলিত। দেশীয় লোকেদের অনেক বিষয় বিচার তাদের হাতে ছিল। অপরাধীদের প্রাণদণ্ড দিবার ক্ষমতাও তাহাদের হাতে ছিল। গোবিন্দরাম মিত্র নামে সেকালে এক দেীর্দণ্ড-প্রতাপ ব্ল্যাকু জমিদার ছিলেন । কলিকাতায় হাইকোর্ট প্রতিষ্ঠার বহু পূৰ্ব্বে সদর . নিজামত আদালত ও স্বপ্রীম কোটের নাম খুবই পাওয়া যায়। কিন্তু এ সব ছাড়া কোর্ট অব রিকোয়েষ্ট নামে kআর একটি আদালত ছিল । উহা ১৭৪৩ খ্ৰীষ্টাবে খোলা হয়; এখানে সামান্ত অর্থাৎ বিশ পচিশ টাকা দেনাপাওনার সেকালের কলিকাতা Oව් সেকালের কালাঘাট বিচার হইত। সরকার কর্তৃক নিৰ্ব্বাচিত বিশিষ্ট্র অধিবাসীদের মধ্যে চব্বিশ জন কমিশনরের দ্বারা তথায় বিচার হইত। তিনজনে কোরাম হইত। প্রতি বৃহস্পতিবার আদালত বসিত । এক সময়" কোম্পানীর সভার তিন জন সভ্য বিচার করিতেন । প্রতি শনিবার এই বিচারকাধ্য হইত। কোর্ট অব, আয়ার এণ্ড টারসিনার নামক আর এক প্রকার আদালতের নাম পাওয়া যায় । কোম্পানীর দেওয়ানী প্রাপ্তি পয্যন্ত উক্ত সকল আদালতের অস্তিত্ব ছিল । তখনকার দিনে বিবাহ-সংক্রাস্ত ও জাতিনাশ বিষয়ক ঘি স্বাধ প্রায়ই ঘটিত । এক সময় কান্ত মুদির উপর এই সবের বিচারভার ন্যস্ত ছিল । সে সময় কাস্তবাবুর প্রতিপত্তি যথেষ্ট ছিল, তিনি হেষ্টিংসকে কাশিম বাজারে গোপন আশ্রয় দিয়া যথেষ্ট উপকার করিয়াছিলেন । এবং এই কারণে তিনি তাহার প্রিয়পাত্র ছিলেন। স্বপ্রাম কোট ১৭৭৪ খ্ৰীষ্টাব্দে গঠিত হয়। বুশিয়ে (Mr. Boucheir) নামক এক সওদাগরের বাটীতে প্রথম ইহার কার্য্য আরম্ভ হয় । ইহার জন্ত স্বতন্ত্র বাড়ী প্রস্তুত হইয়াছিল ১৭৯২ খৃষ্টাব্দে। এদেশের লোকেদের অত্যাচার হইতে রক্ষা করা ও তাহাদের ইংলণ্ডীয় আইনের স্থবিধা প্রদান করাই এই সiদ; মত প্রতিষ্ঠার উদ্দেশু ছিল। ধৰ্ত্তমান হাইকোর্ট যে স্থানে আছে সেই স্থানেই পূৰ্ব্বে