পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] সেকালের কলিকাতা vరి(t সেকালের বিচারপদ্ধতি এবং দও দিবার ব্যবস্থা হইতে বুঝা বায়, কোম্পানী কঠোর দণ্ডের প্রবর্তন দ্বারা এদেশের লোকের উপর একটা প্রভাব স্থাপনের জন্য চেষ্টিত ছিলেন । দিনে বাবুস্থানী ছিল । গ্রীষ্মকালে মেদিনীপুরের মছলন্দ মাছুর বিছানায় পাতিয়া শয়ন করা তখনকার বিলাসিতী ছিল । সোনা রূপার গহনার প্রচলন পূৰ্ব্বে প্রায় ছিল ন, তখন লোহা ও শাখা সিন্দুরের ব্যবস্থা ছিল। বগীর হাঙ্গামা শেষ হইবার সেকালের রাইটাস বিল্ডিংস ও হলওয়েল মনুমেন্ট সেকালের বাঙ্গালা সমাজ সেকালে দেশীয় অধিবাসীদের মধ্যে অধিকাংশই প্রায় ভিন্ন স্থান হইতে আসয়া এথানে বসবাস আরম্ভ করেন। সপ্তগ্রাম ও হুগলী হুইতে আসিয়া অনেকে এখানে ব্যবসায় মারম্ভ করেন। কোম্পানীর পণ্য সরবরাহ করা বা iাহাদের আমদানী মাল বিক্রয় করা অনেকের কাজ ছিল । তখনকার দিনে অর্থশালী ব্যক্তিগণের মধ্যে অনেকেই মনাড়ম্বর ভাবে জীবন যাপন করিলেশ্ব পূজা-পাৰ্ব্বণ ও ক্রয়াকলাপে বহু অর্থ ব্যয় করিতেন । ধ্যস্ত সাধারণ লোকেদের মধ্যে সাজপোষাকের কান পারিপাট্য ছিল না । ক্লাষ্টবের সময়ও সাধারণ লাকে হাটুর উপর কাপড় পরিত, গায়ে জামা দিত । বিশেষ সম্রাস্ত ব্যক্তিরা গমনাগমনের জন্য পালকী Jবহার করিতেন, নচেৎ গোলপাতার ছাতা তখনকার ឆ្ម fra পর হইতে সোনা রূপার গইনার ব্যবহার আরম্ভ হয় । ধনী সমাজে বুলবুলির লড়াই সেকালে একট। সখের জিনিষ ছিল । বাঙ্গালীর সাহেব পুজা ইংরেজ আগমনের প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকিয়াছে । তখনকণর দিনে পদস্থ সাহেবদিগর দেশীয় ধনী লোকেরা প্রায়ই খাদ্যদ্রব্যাদি সহযোগে মূল্যবান ভেট পাঠাইত । তাহার। পুজাদিতে সাহেবদের আপ্যাঘ্নিত করিবার জন্য বাটীতে নাচ গান দিয়া নিমন্ত্ৰণ করিতেন ও ইংরেজী ধরণের পান। fধতেন । রাজা নবকৃষ্ণ ও রাজা স্থখময়ই এ-বিষয় কতকটা অগ্রণী । হিন্দুস্থানী গতের সহিত ইংরেজি গৎ মিশাইয়া গান সৰ্ব্বপ্রথম রাজা স্বথময়ের বাটতেই আরম্ভ হয় । শিক্ষার কথা কলিকাভ প্রতিষ্ঠার পর দীর্ঘকাল পৰ্য্যস্ত এখানে শক্ষার অবস্থা অঙ্কি চীন ছিল । সাধারণতঃ পাঠশালা ব। বাঙ্গাল। বিদ্যালয়েই প্রথম শিক্ষার স্থান ছিল । আধুনিক ভাবের বিদ্যালয় কয়েকটি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে প্রতিষ্ঠিত হইলেও ইংরেজী শিক্ষা দিবার জন্য উল্লেখযোগ্য শিক্ষালয়গুলি উনবিংশ শতাব্দীর প্রথমাংশে স্থাপিত হয় । ইংরেজুদিগের দ্বারা ইউরোপীয় আদশে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলির মধ্যে কলিকাতার মাদ্রাসাই প্রথম । মুসলমানদিগের আরবী, পারস্ত ভাষা ও মুসলমান আইন শিক্ষার উদ্দেশ্যে ওয়ারেন হেষ্টিংসের চেষ্টায় ১৭৮০ খ্ৰীষ্টাব্দে ইহা প্রতিষ্ঠিত হয় ।