পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা } শিক্ষক রূপে একদল শিল্পী গড়িয়া তুলিবার চেষ্টায় আছেন ; মগীজভূষণ রমেন্দ্রনাথকে সেই কাজে সাহায্য করিতেছেন ; কিন্তু অৰ্দ্ধেন্দুপ্রসাদ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না থাকিয়াও দেশে যাহাতে এই নবোৰোধিত শিল্পসাধনার প্রচার হইতে পারে, সাধারণের শিল্পবোধ যাহাতে জাগ্রত হয়, জাতীয় শিল্প যাহাতে জাতীয় জীবনের একটি সত্য অভিব্যক্তির রূপ ধারণ করিতে পারে, তাহার জন্য সাধ্যমত চেষ্টা করিতেছেন। ইহাদের ছাড়াও নন্দলালের শিষ্যদের অনেকেই দেশের নানাদিকে ছড়াইয়া পড়িয়াছেন এবং তাহীদের কেহ কেহ প্রতিষ্ঠাও লাভ করিয়াছেন। দৃষ্টান্ত-স্বরূপ শ্ৰীযুক্ত ধীরেন্দ্রকৃষ্ণ দেববৰ্ম্মণের নাম কর যাইতে পারে ; দেশে ও বিদেশে র্তাহার শিল্পসাধনার আদর হইয়াছে, সম্প্রতি বিলাতের ইণ্ডিয়৷ হাউসের পরিচিত্রণের জন্তু যে-চারিজন বাঙালী শিল্পী নিযুক্ত হইয়াছেন, ধীরেন্দ্রকৃষ্ণ তাহাদের একজন। ইহাদের সকলের মধ্যে অৰ্দ্ধেন্দুপ্রসাদের শিল্পসাধনার একটা বিশেষ স্থান ও মুলা আছে। তিনি অত্যন্ত নীরব ও শাস্তধৰ্ম্মী কৰ্ম্মী এবং সহজলভ্য খ্যাতি হইতে নিজেকে সৰ্ব্বদাই ভয়ে ভয়ে দূরে রাখিতে চেষ্টা করেন। কিন্তু তাহার প্রতিভার যে-পরিচয় তিনি দিয়াছেন, তাহার চিত্রনিদর্শনের মধ্যে যে শিল্পিমন এবং কলাকৌশলের নিপুণতা অভিব্যক্ত হইয়া উঠিয়াছে, তাহা তাহার সলঙ্গ গোপনতাকে অতিক্রম করিয়াছে ; তাহার শিল্পপ্রতিভা অনাদৃত হয় নাই, সসম্বমে দেশ তাহ স্বীকার করিয়াছে । বাল্যে ও কৈশোরে পিতার সহিত অর্ধেন্দুপ্ৰসাদকে HPS='ht শিল্পী অৰ্দ্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ԳՀՏ) அ • চীন-সম্রাট বাংলা দেশের প্রায় সৰ্ব্বত্র, বিশেষ করিয়া নদীমাতৃক নিম্নবঙ্গ ও পূর্ববঙ্গের এবং পাৰ্ব্বত্য আসামের অনেক স্থানেই ঘুরিতে হয়। বাংলা দেশের ঐশ্বৰ্যময়ী প্রকৃতি সেই সময় তাহার কবি ও শিল্পিমন গড়িয়া তুলিতে সাহায্য করিয়াছিল ; উদার আকাশের নীচে প্রবাহিত বিশাল পদ্ম, সারিসারি পালতোলা নৌকা, ঘন বর্ষার পঙ্কিল জলের আবৰ্ত্ত, কাশগুচ্ছালঙ্গত নির্জন তীরের হেমন্তকুহুেলীবিলীন ধান্তক্ষেত্র, শুমায়মান বাংলার বনানী ও বর্ষাজাত পাৰ্ব্বত্যভূমি কিশোর শিল্লিমনের উপর অপুৰ্ব্ব মায়াজাল বিস্তার করিয়াছিল। পাঠ্যাবস্থাতেই নানারঙের মাটি, পাতা ও