পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ७ब्दी ԳԵ-Գ করিয়া আছে। রুচিপতি বলিতেছে, “রামগুপ্ত ব্যাট লুকিয়ে লাল মদ খাচ্ছিল, আমরা এতদিন ফাকিতে পড়েছি।” একজন প্রতীহার বলিল, “প্ৰভু, মহারাজ দেহত্যাগ করেছেন ।” রুচি। সোজা কথায় বল না বাবা, মরেছেন । রামভয়, তবে তুমি মরেছ ? প্রমোদ-উদ্যানে আর যাকে খুনী ধরে আনবে না,—আর আকণ্ঠ স্বরাপান ক’রে পাটলিপুত্রের রাজপথে অবমানিত হবে না ? তবে আর এ রাজ্যের মজা কি ? তবে বানপ্রস্থ অবলম্বন করি—না এখনও ত বয়স হয়নি। এক রাজা মরে, অঙ্ক রাজা হয়, আমি কেন বা রাজা না হই ? মাতাল রামগুপ্তের বদলে পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ ঐইই ১৪৮ রুচিপতি দেব শর্থ কুশলী ! কি স্বন্দর। এই প্ৰতীহার, এখন থেকে আমিই মহারাজাধিরাজ ।” ১ম প্ৰতীহার । যথা আজ্ঞা, দেব । - রুচি। দূর ব্যাটা মাতাল, সোজা কথায় বল না কেন, হ ! ১ম প্রতী। প্রভু ! চন্দ্রগুপ্ত ইজহাতিকে সঙ্কেতু করিলেন, সঙ্গে সঙ্গে পৌরসঙ্ঘের অগণিত পদাতিক উপস্থিত হইয়া রুচিপতিকে বেষ্টন করিল। মাধবসেনা জিজ্ঞাসা করিল, “প্ৰভু, মত্ত অবস্থায়ই কি এর প্রাণদণ্ড হবে ?” চন্দ্রগুপ্ত বলিলেন, "পাগল হয়েছ ? একদিনের জন্তও যখন রুচিপতি আৰ্য্যপটের পাশে বসেছে, তখন এ-ক্ষেত্রেও . खांशश्नं «थथांद्वनब्र विष्ठांब्र यांदथक ।* রুচিপতি গুপ্ত-সাম্রাজ্য শাসন করিতে করিতে ডুলিতে চড়িয়া কারাগারে চলিল । চতুর্থ পরিচ্ছেদ অন্তপূর্ব কঙ্গ রামগুপ্তের সৎকারের পরে যুবরাজ চন্দ্রগুপ্ত ও দ্বাদশপ্রধানের উপস্থিতি সত্বেও মহানগর পাটলিপুত্রে অতি ভীষণ বিশৃঙ্খলা উপস্থিত হইল। নগরের সমস্ত নাগরিক রাজপ্রাসাদের তিনটি প্রধান অঙ্গন ও অলিন্সগুলিতে SAAAAS AAAAAMAMMMM MAMMA AMM - - ---~ -عے ہبسب۔ সোৎস্থক চিত্তে দাড়াইয়া আছে, সাম্রাজ্যের সমস্ত প্রধান অভিজাত কুলপুত্ৰ সভামগুপে স্বথাপন গ্রহণ করিয়াছেন, পাটলিপুত্রের পৌরসঙ্ঘের নির্দিষ্ট প্রতি ভূগণ আর্য্যপট বেষ্টন করিয়া দঁাড়াইয়া আছেন, কেবল আৰ্য্যপট শূন্ত । আর্ধ্যপটের নিয়ে দ্বাদশ হস্তীদম্ভনিৰ্ম্মিত সিংহাসনে দ্বাদশ মহাপ্রধান, সকলেই উপবিষ্ট, কেবল মহাসচিব বিশ্বরূপ : শৰ্মা ও মহাপুরোহিত নারায়ণ শৰ্ম্ম আসনের উপরে দণ্ডায়মান। সকলের সম্মুখে বিবস্ত্র মস্তকে কুমার চজগুপ্ত । আধ্যপটের দক্ষিণে দত্তদেবী ও জয়স্বামিনী এবং বামদিকে বৃদ্ধ জয়নাগের হস্ত ধরিয়া ধ্রুবদেবী। দত্তদেবী অশ্রু মীর্জনা করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, “তবে কি হবে ?” 钴 বিশ্বরূপ। ইবে আর কি, ধ্রুবদেবীর বিবাহ হতে পারে, কিন্তু তিনি পূৰ্ব্বে বিবাহিতা হয়েছিলেন বলে মহারাজের ধর্শ্বপত্নী হতে পারবেন না। ধ্রুব। জেনে রাখুন ব্রাহ্মণ, রুদ্রধরের কন্যা ধর্শ্বপত্নী ভিন্ন অন্ত কিছু হবে না। চন্দ্র। মহানায়ক বিশ্বরূপ, যে-রাজ্যে নিরপরাধ নিষ্কলঙ্কা নারীকেবল জনসমাজের মনস্তুষ্টির জন্ত নির্ধাতিতা হয়, সে-রাজ্যের সিংহাসন চন্দ্রগুপ্ত গ্রহণ করে না। নারায়ণ। ধ্রুবদেবীকে এখন আর কেউ নির্বাতন করে নি । চন্দ্র । উপস্থিত করছেন আপনার । বিশ্বরূপ। আমরা ? ধ্রুব। ব্রাহ্মণমগুলি ! আমি কি সত্যই অন্তপূৰ্ব্ব ? আমাকে কে সম্প্রদান করেছিল ? নারায়ণ । কেন, আপনার পিতা । জগদ্ধর । পিতা কোনদিন ধ্রুবাকে সম্প্রদান করবার অবসর পান নাই । চন্দ্র। তবে ? नांब्रांब्र१ । गत्थमांद्रनग्न «थऊँौकांच्च यशनांब्रक बबशब्र কুমারী কস্তাকে প্রাসাদের অন্তঃপুরে প্রেরণ করেছিলেন। সেটা সম্প্রদান না হ’লেও সম্প্রদানের ! চজ। শোন জয়নাগ, শোন ইজছাড়ি, শোন জয়কেশী, ইচ্ছামত স্বৰে আৰ্যপটে অন্ত রাজা । ক’রে মাগধ