পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× თwა করেন, শত্র তা-মিত্রত করেন, বর্তমান ও অতীত ধরিয়৷ স্বখ-দুঃখ জালোচনা করেন। কেহ কেহু কবি, গান বঁধেন ; সে গানে নিজেদের দেশের কখাই থাকে । সকলে বুঝে, মনেও থাকে। কবির স্মরণীয় সব ঘটনা গানে বাধিয়া রাখেন না। কতক ঘটনা মুখে মুখে প্রচারিত হয়, লোকে ভুলিয়াও যায়, ছড়াভঙ্গ হইয়া যায়। মুখে মুখে ধে-সব পুরাতন কাহিনী চলে, সে সবের নাম পুরাণ। যাহার এমন দেশে বাস করে, তাহার একস্থানে অধিককাল থাকিতে পারে না। পশুর খাস্তাভাব ঘটে। প্রাচীন আধজাতি যাযাবর ছিলেন । উত্তরে আরও কই, পূবে মর, দক্ষিণে অসংখ্য দ্রোণী-বিভক্ত তৃণহীন বিস্তীর্ণ উচ্চ পামীর"। গবাদি পশ, লইয়া সে পথ ধরা চলে না। ইহার দক্ষিণে “করকোরম’ পর্বতে একটা পথ (Pass) चाप्इ बर्क, रूिख, cशा गझेब cग गौभ नक चउिकभ করা দুঃসাধ্য। তার্কার পশ্চিমে চলিলেন। সকলেই দেশত্যাগ করেন নাই । যাহারা সাহসী ও দরিদ্র, তাহারাই স্বদেশ ত্যাগ করে । দেশ প্রায় একই প্রকার। অল্পে অল্পে পারন্সে প্রবেশ করিলেন। মনে করি তাহারা “কাসগর” হইতে “তিহারণে" আসিয়াছেন । দেশটি অনেক বিষয়ে নূতন । কাসগরে পরম গ্রীষ্ম ( জুলাই মাসে ) ৯২° ডিগ্রী, পরমশীত ( জাম্বুমারিতে ) ১২° ডিগ্রী ( জল জমিয়া বরফ হয় ৩২' ডিগ্রীতে ), সম্বংসরে বৃষ্টি ও তুষারপাত ৩-৪ ইঞ্চি । তিহারণে পরম গ্রীষ্ম (জুলাই) ১৯", পরমশীত ( জামুআরি ) ২৬ ডিগ্রী, সম্বৎসরে বৃষ্টি ও তুষার ৯ ইঞ্চি। যদি বর্ষাকাল বলিয়া কাল ধরি, কাসগরেপরম বৃষ্টি ( মে মাসে ) ••৭ ইঞ্চি । তিহারণে বর্ষাকাল নভেম্বর হইতে এপ্রেল, তন্মধ্যে মাচ মাসে ২ ইঞ্চি ঞ্চ এখানে কোন কোন আধ প্রথম কৃষিকম আরম্ভ করিলেন, পবতের উপত্যকায়। পশ-চারণ-ভূমিও সেই। উপত্যকার নীচে নদী। অসম ভূমি সমান করিয়া লইতে হয়, নদীর জল দ্বারা ক্ষেত পাওয়াইতে হয়। খানচাষ নয়, যবের চাষ। গ্রীষ্ম ও বৃষ্টি, এই দুই না থাকিলে ধানচাষ হইতে পারে না। কিন্তু, কৃষিকমের গণ এই এক স্থানে বাস করিতে পারা যায় । বহু আধ গ্রাম-স্থাপন করিলেন । বোধ হয় স্বদেশের উত্তরে ও পশ্চিমেও এইরূপ অল্প করিয়াছিলেন।

  • cननावब ७ जाप्शय्द्र नैठकोप्न बुडि रब. किछ, नबदकारण इह न । शोद्वहांद्ब्र वर्षांकॉल जां८छ्, cणलांब८ब्र =णहे नब्र । ठिहांब्रहण श्रद्ध९कारण वर्ष1 जांब्रख । कांबूज cवप्नब्र श्रक्रियम औश्रकोप्ल वर्षी नॉरें वली छाल ॥ ७३ बिद्दनव ह३८ङ पठाईां८जब cण* ७ कोण, छूऎ-३ बोनिरड *ाब्रौ चुीब्र । गो?क वह अरे विदलद झद्र१ ब्राषिtवन ।

প্রবাসী—বৈশাখ, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড -عه مستم কিন্তু দেশটি জনহীন ছিল না। সে দেশে কিম্বা নিকটে দৈত্য ও দানব জাতি বাস করে। উভয়ের নাম अश्द्र । ठाशब्रा बलवान्, কার কমে দক্ষ, অস্ত্রশস্ত্রনিমাণে সিদ্ধহস্ত । আর্বদিগকে গ্রাম স্থাপন করিতে দেখিয়, বহুকাল পরে ভারতে যেমন ঘটিয়াছিল, সেদেশেও তন্ধেশবাণী ক্রুদ্ধ হইতে লাগিল। বিশেষতঃ নদীর ও খালের জল লইয়া দুই পক্ষে কলহ ও যুদ্ধ হইতে লাগিল । আর্যেরা তাইাদের স্বদেশে কি নামে খ্যাত ছিলেন, उाक्ष्। असल्लोङ । cदाथ क्ष्म्न, छन, किश्व भन्नु, এইরূপ মহষ্য-বাচক নামে খ্যাত ছিলেন । যাহার কবি, ভাইারা ঋষি । যাহারা ধনবান প্রভাবশালী, তাহারা দেব। আধেরা এক দেবকে যুদ্ধ-সেনাপতি বরণ করিলেন। তাহার উপাধি, ইন্দ্র । দেবাম্বরের যুদ্ধের কারণ, সেই চিরন্তন কথা, কে রাজা হুইবে । দেবের পরাজিত হইতে লাগিলেন । ( ভারতেও অনেকবার পরাজিত হইয়াছিলেন ) । এই বিপদ না ঘটিলে আর্ঘেরা হয়ত সে দেশেই থাকিয় যাইতেন । পারস্তের মধ্যভাগে উত্তর-পশ্চিম হইতে দক্ষিণপূর্বদিকে এক বিস্তীর্ণ ভূণশূন্ত উষর মর, পূব-দক্ষিণ ভাগ ও সমূত্রের নিকটবর্তী ভূমি উর্বর। আর্ষের এদেশে চলিয়া আসিলেন । তাহারা পারস্তদেশে সিংহ দেখিলেন, বিস্তীর্ণ সমুদ্র সর্বদা দেখিলেন । উছম্বর বৃক্ষ ও ব্ৰহ্মদার (তুত গাছ৮থহকমে লাগাইতে শিখিলেন। কিন্তু, প্রজাবুদ্ধি হইতে লাগিল। আর্ষ কর্ষক ও পশ,পালকেরা আবার নূতন দেশ খুজিতে গিয়া কতক বেলুচিস্থানে এবং কতক আফগানিস্থানে চলিয়া আসিলেন । যেখানে আসেন, সেখানেই শত্র, গো-ধনই ধন, গো-ধন চুরি হইতে লাগিল । আফগানিস্থান পর্বতময়, প্রখর গ্রীষ্ম ও নিদাৰুণ শীতদেশ মনোরম নয়। এই দেশ হইতে তাহারা “খাইবার পাস” পথে পঞ্চনদ প্রদেশে প্রবেশ করিলেন। জন্য দল বেলুচিস্থানে অনেককাল থাকিয়া "বোলান পাস” দিয়া ক্রমশঃ কতক সিন্ধুর মুখের দেশে আসিয়া পড়িলেন। সিন্ধুতটে আসিয়া প্রচুর জল ও প্রচুর সমভূমি পাইলেন ॥৫ আর্ষের। পারস্যদেশে নিবিস্ত্রে বাস করিতে পারেন নাই। কিন্তু, এই দেশেই তাহারা সভ্যতার বীজ পাইয়াছিলেন। মানব-জাতি একদেশে নিরবচ্ছিল্প বাস করিলে তাহার স্বাভাবিক উৎসাহ, প্রভাব, উদ্যম ক্ষীণ হুইয়া পড়ে। অন্ত জাতির সহিত সংঘর্ষ ও প্রতিযোগিতা পাইলে, এবং জড়বুদ্ধি না হইলে, সে জাতি প্রাণরক্ষার • ৰোধ হয় বহুকাল পরে এক দল তিব্বত হইয়। কাশ্মীর পথে জাসিয়াছিলেন ।