পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ৷ হ্রদের দক্ষিণে এলবার্জ পর্বত । ইহাতে এক আগ্নেয়গিরি আছে। অতএব কুশদ্বীপ আরাল হইতে কাম্পিয়ান হ্রদ। কুশদ্বীপে কুশ জন্মে, দেবতাও বর্ষণ করে। কাম্পিয়ান হ্রদের দক্ষিণ-পূর্বভাগে কুশ ব৷ এইরুপ তৃণ জন্মে। এই ভূখণ্ড কুশদ্বীপ । কাম্পিয়ান হ্রদ স্বতসমুদ্র । ভারতের পশ্চিমোত্তরে কনিষ্কাদির কুশান রাজ্য ছিল । বোধ হয় এই কুশদ্বীপের নাম হুইতে কুশান । ৩। ক্ৰৌঞ্চদ্বীপ। এই দ্বীপ দ্বারা ঘৃতসমুদ্র পরিবেষ্টিত, এবং ইহা দধিমণ্ড-সাগরকে বেষ্টন করিয়াছে । এই দ্বীপের লোকেরা অধিকাংশ গৌরবর্ণ। এই দ্বীপের [ বোধ হয় ] উত্তর ভাগের বর্ণন শতবর্ষেও করিতে পারা যায় না ! এই দ্বীপ স্বতসাগর কাম্পিয়ান হ্রদ এবং দধিমণ্ড কৃষ্ণসাগর মধ্যে আমি নিয়া । ককেশাস পর্বতের নাম ক্ৰৌঞ্চ । ইহার উত্তরে র যা। পৌরাণিক র যা দ্বীপ গণেন নাই । - 8 | ਾਂਗੇ। এই দ্বীপ দধিমণ্ডোদক সমুদ্রকে বেষ্টন করিয়াছে। এখানে দুভিক্ষ নাই । এখানে মেঘ বর্মণ করে না, বর্ণাশ্রম ব্যবস্থাও নাই । এই দ্বীপ স্বরোদ সমুদ্রদ্বারা পরিবেষ্টিত । অতএব শাম্মলদ্বীপ এশিয়া মাইনর । দধি-সমুদ্র কৃষ্ণসাগর, এবং স্বরা:মুদ্র ঈজিয়ান সাগর । ৫ । গোমেদ বা প্রক্ষদ্বীপ । ইহার দ্বারা স্বরোদক সমুদ্র আবৃত এবং ইহা স্বরোদসাগর অপেক্ষা দ্বিগণ । বিশাল ইক্ষুরস সাগরকে বেষ্টন করিয়াছে। এই দ্বীপ দুইটি পর্বতদ্বারা দুই বর্ষে, শৌনক বা ধাতকী এবং কুমুদ, বিভক্ত। এই দুই পর্বত পূর্ব ও পশ্চিম সাগর পর্যন্ত বিস্তৃত। এই দ্বীপ এশিয়ার তুর্কীদেশ। ইক্ষুরস সাগর মেডিটেরেনিয়ান সাগর। দুইটি পর্বতের একটি টরাস । ৬ । পুষ্করস্বীপ। এই দ্বীপ ইক্ষুরস সাগরকে বেষ্টন করিয়াছে, এবং স্বাদুদক দ্বার বেষ্টিত হইয়াছে। ইহার পশ্চিমাদ্ধে সাগরবেল সমীপে এক উন্নত পর্বত আছে । এই পর্বতের পূর্বাৰ্দ্ধ দেশ দুই ভাগে বিভক্ত এবং স্বাদুদক সাগর দ্বারা পরিবেষ্টিত । অতএব এই দ্বীপ সিরিয়া ও মেসোপটেমিয়া । हेछूट्झम् ि७ छैोहेखिन् नौब चन चाझ् । डाशय्कहे স্বাদু-উদধি বন হইয়াছে । শকাদি ছ৯ দ্বীপের সন্নিবেশ হষ্টতে বুঝিতেছি, প্রাচীন কেতুমাল-বর্ষের উত্তর ও পশ্চিম দেশ লইয়া এই ) లి श्य घोथ। बजा बाङ्जा, इष्ट गषि इड श्बा हेश्विन नाथ দ্বারা তত্তংগ্রব্য বুঝায় না। সাগরগলির নাম চাই, পরিচিত রসদ্বারা তাহাদের নাম করা হইয়াছিল । হয়ত বা কুলের নিকটবর্তী জলে যৎকিঞ্চিৎ বর্ণ-সাদৃশু লক্ষিত হইয়াiছল । দ্বীপের নামেরও কারণ ছিল । শাকদ্বীপে শক্ত শাক, কুশদ্বীপে কুশ, প্লক্ষ ফলাকার প্লক্ষদ্বীপ । ( এখানে প্লক্ষ গদভাণ্ড বৃক্ষ )। হয়ত ক্রৌঞ্চ পক্ষীর আকারে ককেশাস পর্বত দেখিয়া ক্রৌঞ্চ, এবং পুষ্কর পদ্ম দেখিয়া পুষ্কর দ্বীপ। কিন্তু, শান্মলদ্বীপ নামের কারণ কি ? আসিরিয়া এককালে অস্থর দেশ ছিল । অম্বর জাতির এক রাজার নাম শাম্মলেশ্বর ছিল । ভিনি বিখ্যাত রাজা ছিলেন। তিনি খ্ৰীষ্টপূর্ব ত্রয়োদশ শতাব্দে ছিলেন । তৎপূর্বে একটা দেশের নাম শাম্মল ছিল। পুরাণে আসিরিয়া ও বেবিলেনিয়া পুষ্করম্বীপের অস্তগত । পুষ্কর দ্বীপের পূর্বাদ্ধদেশ দুই ভাগে বিভক্ত ছিল । কিন্তু নাম দেওয়া নাই । সে যাহা হউক, শাম্মল হইতে শান্মল নাম হুইয়ু থাকিলে সপ্তদ্বীপ বিভাগ ভারতযুদ্ধের পূর্বে হইয়াছিল। কত পূর্বে, তাহা পুরাণমতে স্বায়ুস্তুব মন্থর ক্রেতাযুগে। এই মমুর পুত্র প্রিয়ুব্রত । তাহার দশ পুত্র হয় । তন্মধ্যে সপ্তপুত্র সপ্তদ্বীপের অধিপতি হইয়াছিলেন। তাহঁাদের পুত্রের সপ্তদ্বীপের এক এক বধে রাজ্য স্থাপন করিয়াছিলেন । পৌরাণিক বলিতেছেন, প্রিয়ত্ৰতের পুত্রদ্বারা জম্বুদ্বীপ নিবেশিত হইয়াছিল। প্রিয়ত্রতের পৌত্র ঋষভ, এবং তাহার পুত্র ভরত হইতে ভারতবর্ষ নাম হইয়াছে। এক কালে পুষ্করদ্বীপ (মেসোপোটেমিয়া) ষে আর্যগণ দ্বারা শাসিত হইত, তাহার প্রমাণ সে দেশের ভূগর্ভে প্রাপ্ত মিত্র বরণ মাসত্য ( অশ্বিনীকুমার ) আযদেবের নাম । দেখা ধায়, প্রত্যেক দ্বীপেই কোন-নাকোন পৌরাণিক কাহিনীর উদ্ভব হইয়াছিল। শাকদ্বীপে ক্ষীরোদমন্থন, শাম্মলদ্বীপে গর ড়ের জন্ম, ইত্যাদি। ভারতবর্ষের ও ভারতদ্বীপের যত, অন্ত দ্বীপের তত নাই । সে প্রাচীনকালে পারস্ত, কেতুমাল বর্ষের অন্তর্গত ছিল। বায়ু-পুরাণে ইহার বিস্তারিত বর্ণনা আছে। কিন্তু পর্বত, নদী ও দেশ-সমূহের নাম বুঝিতে পারা যায় না। বোধ হয়, কুব কাবুল, শ্বেত হিরাট, বাহ বালথ, মহিষ মেযেঙ্গ, ইত্যাদি । - উপরে মৎস্যপুরাণ-মতে দ্বীপ ও সাগরের নাম ও পরিবেশ দেওয়া গিয়াছে। ব্ৰহ্মাও ও বায়ু পুরাণে দ্বীপের বর্ণনা এইরূপ, কিন্তু, কয়েকটার সন্নিবেগ ভিন্নপ্রকার। যথা, শাকদ্বীপ দধিসমুদ্রকে বেষ্টন করিয়াছে। মৎস্যপুরাণের লবণ-সাগর এখানে দধিসাগর হইয়াছে। এইরূপ,