পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»२२ — বেশ ট্যাক্সষ্ট হবে ত ? ছ’ পয়সা পাবি । তখন বঁাশী বেঞ্জেছে। বাবুটির কাছে চামৃচেখানি রেপেষ্ট সে দৌড়লে শাস্থির দিকে, পয়সা নেবার আর সমদ থ'ল । গাড়ী তখন খুলে দিয়েছে ! fক খ শাস্থির কাছে পৌছল সে অনেক দেরাতে । আর কষ্ট-ব স্থার বলবার ছিল ! কাছাকাছি পৌছতেই বিপ্র” এব" বিপন্ন হয়ে শাস্তি হাত বাড়িয়ে কাচের পুতুলটি ভার ঝাপির মধ্যে ফেলে দিল । স্কারপর ভেসে বলল, চুরি করেছিলাম ! ঝ পিট। পথের ধুপরেক্ট নামিয়ে কি জালি কেন বদরি ছুটতে লািগল গাড়ীর সঙ্গে সঙ্গে—fনতণস্থ শিশুর মত, অৰ্ব্বাচনের মত । শাখি গল বাড়িয়ে বলল—কোথ। ছিলে এভক্ষণ-খাও ইl, যাবে, থামে থামো • • •পাগলের মত ai - - - গাড়া তখন ছুটছে । বিদেশিনী মেয়েটি জানলা দিয়ে আপথানি দেখ বাড়িয়ে হেসে কপালে হাড় ঠেকিয়ে প্রবাসী—বৈশাখ, ১৩৩৮, [ ৩১শ ভাগ, ১ম খণ্ড তাকে জানালে বিদায়-অভিবাদন । মাঝখানের ব্যবধান ততক্ষণে দাদা হয়ে গেছে ! ফিরে এসে বদরি পুতুলটির দিকে একবার তাকাল । শাস্তির হাতের ঘামে সেটি তখনও অাষ্ট্র ও উষ্ণ । এটি আর সে বিক্ৰী করবে না, তার পাতার ঘরের বাকারির বাধুনির মধ্যে গুজে রেখে দেবে । কেউ যেন জানতে না পারে এ পুতুলটি তার জীবনের সবচেয়ে বড় বার্থতার চিন্ধ ! গাড়াটা ধে-পথে অদৃপ্ত হয়ে গেছে, সেইদিকে বহুদূর পষnস্ত সে একবার তাকাল । কিছুই দেখা গেল ন; ; কেবল সেই পথের দুধারে বাবলার ঘন জঙ্গলের সীমানায় ভোরের আকাশ একটু একটু ক’রে রাঙ ইয়ে উঠছিল । নূতন দিবসের ফিরি করবাব জঙ্ক বদরি ঝুমঝুমিটি তুলে নিয়ে একবার বাজাবার চেষ্টা করল, কিন্তু কেবল হাতুষ্ট তার কাপ ল, ঝুমঝুমিটি আর বাঙ্গল না। ংগ্রেসের সভা-মণ্ডপে সর্দার বল্লভভাই পাটেলের জাগমন