পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] বগীর হাঙ্গামা ఫిళిక করিয়া রঘুজীকে ঘিরিয়া ফেলিল। অপর বঙ্গীরা कॉब्रिनिटक बम श्हेब ब्रघूबौ८क ॐकांब्र कब्रिदांब्र cन्नडे করিল। অনেকক্ষণ যুদ্ধের পর শেষে শমশের খা নামক নবাবের আফঘান সেনাপতির শিথিলতায় রঘুৰী এই বিপদ হইতে লাচিলেন। যুদ্ধের শেষে নবাব স্বয়ং জাসিয় পৌঁছিলেন, কিন্তু বর্গীদের পশ্চাদ্ধাবন করিয়া কোনোই ফল হয় না। ত্রুভ কুচ করায় তাহার তাবু ও মালপত্র পিছনে পড়িয়া ছিল, এজন্ত নবাব ঐ স্থানে অপেক্ষা করিতে বাধ্য হইলেন । তখন নবাব-মহিষী আলীবর্দীর শ্রম লাঘব করিবার ইচ্ছায়, নিজের দূত রঘুঙ্গীর নিকট পাঠাইয়া সন্ধির প্রস্তাব করিলেন। রঘুজী সন্ধি করিতে উংস্থক ছিলেন, কিন্তু মীর হবিব তাহাকে নিষেধ করিল এবং বলিল যে, মুর্শীদাবাদ শহরে সৈন্ত নাই, এই সময় দ্রুতবেগে সেখানে গেলে অবাধে লুট করিয়া অগণিত ধন পাওয়া যাইবে । অমনি বর্গীর সেইদিকে ছুটিল, আর আলীবর্দীও তাহাদের পিছু পিছু যথাসাধ্য বেগে কুচ করিতে লাগিলেন। শোণ নদীর তীর বাহিয়া উত্তর দিকে আসিয়া বঙ্গীয় সৈন্ত পাটনার নিকট পৌছিয়া, অমনি পূৰ্ব্বদিকে দেশের মুখে রওনা হইল। পথে তাহদের মুনের পর্য্যস্ত কোনমতে আহার জুটিয়াছিল, তাহার পর প্রায় উপবাস এবং প্রত্যহ স্ক্রত কুচ t.*। ভাগলপুর পৌছিলে চম্পানগরের নদীর ধারে আলীবদ্দীৰে নিজ সৈন্ধু..কুইতে পৃথক পাইয়া রঘুজী ॐांशद्वक इ*ां९ च्यांकभ१ क বিরিয়া ফেলিলেন। ছয় শত সৈন্ত লইয়া দশগুণ বগাঁর সঙ্গে লড়িয়া নবাব তাহাজের অবশেষে ইটাইয়া দিলেন, কারণ এইরূপে সময় পাইয় তাহার দলবল ক্রমে আসিয়া জুটিয়াছিল । ( २७ ) সেখান হইতে রণে ভঙ্গ দিয়া রঘুজী দ্রুতবেগে বনজঙ্গলের পথে মূলীয়াবাদের নিকট আসিয়া পৌছিলেন ( ২১ ডিসেম্বর, ১৭৪e ) ; তাহার পরদিন নবাবও শহর হইতে তিন ক্রোশ দূরে আসিয়া পড়িলেন। কিন্তু সেই একদিনের সুযোগেই বর্গীরা মুণীয়াবাদের ওপারের শহর তলি * এবং অনেক গ্রাম লুট করিয়া জালাইয়া দিয়াছিল। নবাবের আগমন-সংবাদে রঘুজী মুর্শীদাবাদের দক্ষিণ ও পশ্চিম দিকে সরিয়া পড়িলেন। नवांब खिन छब्रि नि धोषिक्ष। निष णऎव। ब१ीरॆश्ि হইতে আমানিগঞ্জে গেলেন। তাহার পর কাটোয়ার পশ্চিমে রাণীর পুকুরের পাড়ে দুই পক্ষে ভীষণ যুদ্ধ হইল ; অনেক লোক মারা যাওয়ায় রঘুজী রণক্ষেত্র হইতে পলাইলেন। মীর হবিব দুই তিন হাজার মারাঠা এবং ছয় সাত হাজার পাঠান ( মুর্তাজা খা, বুলন্দ খা প্রভৃতির অধীনে) সঙ্গে লইয়া বেরারে ফিরিয়া গেল । কিন্তু কতকগুলি ছোট ছোট বর্গীর দল বঙ্গের নানা স্থানে ঘুরিতে লাগিল । ১৭৪৬ সালের ७ब्रां जांछ्ब्रॉब्रि তাহারা আবার কাসিমবাজারের তিন ক্রোশ পশ্চিমে দেখা দিল। কাটোয়ায় তাহদের প্রধান জাড রহিল, কাজেই ১৭৪৬ সালের প্রথম দু-তিন মাস দেশে জশাস্তি থাকিলই, যদিও বড় কোন যুদ্ধ বা সৈন্তদলের চলাফের হইল না । মীর হবিব বেরার হইতে মেদিনীপুর আসিয়া সেই স্থান ও বালেশ্বর দখল করিয়া সেখানে প্রায় বৎসরটা কাটাইল । নবাবের সৈন্যগণ রণপ্রান্ত হইয়া পড়িয়াছে, তিনি নিজেও ক্লাস্ত এবং অগাধ টাকা খরচ করিয়া ফেলিয়াছেন। স্বতরাং ১৭৪৬ সালের প্রথমভাগে তিনি মুলীদাবাদে বসিয়া থাকিয় দুই দৌহিত্র সিরাজউদৌলা ও আক্ৰমৃউদ্দৌলার মহাসমারোহে বিবাহ দিলেন। ভ্ৰম-সনও শোপ্ৰল বৈশাখ মাসের 'প্রবাসীতে “ৰগীর হাঙ্গামা" প্রবন্ধে কয়েকটা छूण इश्ब्राप्इ । পৃষ্ঠা खुड পংক্তি অশুদ্ধ শুদ্ধ ున్ళిరి ২য় ९७ खांठौखणौ**छन8णौन उवांइभम ১৬ ফেব্রুয়ারী ১২ মার্চ शक्षिी, পাইছে,ীৱন tिशंiन चङि [ लिङ्घन, **७ ] । f A boody...of Marathas fired on a party of I English I soldiers sent, to Hijli, The tents put out to air at Nichepur were carried away by the Marathas, who, not ing the English colours seized some boats of private trade. Bengal letter d, 31 Jan., 17461. A body of Marathas have continued at Midnapur the whole Season under the command of Mir ib. [Ibid., 30 Nov. 1746)