পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] “In the year 1222 or 23 ( B. E. ) appeared the first native paper. It was conducted hy Gangadhar Thattacharjee of Calcutta, who is said to have made a fortune by publishing an edition of Bharat Chundar's works. Thus it appears that journalism in Pongalee was not, as some would have us holiovo. projected by foreigners, nor has Serampore any right to arrogate to itself tho credit of being: the cradle of the indigenous press. Gangadhar's paper, the IBengal Gn:rite, did not “on'inue long.” বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র যে শ্রীরামপুরের সমাচার দর্পণ নহে—কিন্তু গঙ্গাধর ভট্টাচার্যোর ‘বাঙ্গালা গেজেট”— একথা গুপ্তকবি দৃঢ়তার সহিত উল্লেখ করিয়াছেন। গুপ্তকবির বাংলা সংবাদপত্রের ইতিবৃত্ত প্রকাশিত হুইবার তিন বৎসর পরে—১৮৫৫ সালে—পাদরি লঙ ও ১৮১৬ সালে প্রকাশিত গঙ্গাধর ভট্টাচার্যোর ‘বাঙ্গালা গেজেট”কেই বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র বলিয়া উল্লেখ করেন + ১৮৫০ সালে প্রকাশিত একটি প্রবন্ধে তিনি কিন্তু সমাচার দর্পণকেই বাংলা ভাষায় প্রথম ংবাদপত্র বলিয়াছিলেন ; পাচ বৎসর পরে তিনি যে এই মত পরিবর্তন করেন তাছার নিশ্চয়ই কোনো কারণ ছিল । আমার মনে হয়, পাদরি লঙ ‘বাঙ্গাল। গেজেট’ সম্বন্ধে গুপ্তকবির কথারই প্রতিধ্বনি করিয়াছেন। গুপ্তকবি ও লঙ স্লাহেব উভয়েই “অন্নদামঙ্গল”-প্রকাশক গঙ্গাকিশোরকে ভ্রমফ্রমে ‘গঙ্গাধর” বলিয়া উল্লেখ কৰিয়াছেন। এই গঙ্গাকিশোরের বাডি চিল ত্রীরামপুরের @ নিকটবর্তী বড় গ্রামে। তিনি প্রথমে কিছুদিন শ্ৰীবামপুর মিশনারীদের ছাপাখানায় কম্পোঞ্জিটার ছিলেন, ‘সমাচার দর্পণ’ হইতে উদ্ধৃত নিম্নলিখিত অংশে তাহার প্রমাণ পাওয়া যাইবে— আমাদের দেশের প্রথম সংবাদপত্র

  • “The Prabhakar's Hist. of the Native Press.”— o: Englishman and Military Chronicle, 8 May

N52, -

  • “In 1816, the Bengal Gazette was "started by Gangadhar Bhattacharii who had gained much money by popular editions of the Vidya Sundar. Betal and other works, illustrated with wrodents: the paper was shortlived.”—Descriptive Catalogue of Hemmali Works, by Rev. J. Long, 1855, p. 66.

t “Early Bengali Literature and Newspapers"— Calcutta Review, 1850, p. 145. ՀԳ ७ठ८कनेौब्र ८व्णां८कब्र भtषा विद्धग्रांtर्ष वांशॉजी नूखक शृङ्गिठकब्रtनंब्र <थथरधांtणrर्ण cकराल २९ वदनङ्गारुशि इङ्गैरठरङ ईशl cबठिंब्री अtभीब्रप्नब्र জাশ্চর্যা বোধ হয় যে এত অল্পকালের মধ্যে এভদেশীয় লোকেরদের ছাপার কর্থের এমত উন্নতি হইয়াছে। প্রথম যে পুস্তক মুক্তি হয় एटांझाङ नाम अब्रवीभत्रण ॐ}ब्रभिभूब्रब्र हीणांथांबाब्र sक छन कईकांब्रक শ্ৰীযুত গঙ্গাকিশোর ভট্টাচাৰ্য্য তাছা বিক্রয়ার্থে প্রকাশ করেন ।” ( ১৮৩৮, ৩০ জাগুয়ারি ) গঙ্গাকিশোর পুস্তকের ব্যবসা করিয়া বেশ ভূ-পয়সা করিয়াছিলেন । ১৮১৮ সাঙ্কের অক্টোবর মাসেও ষে কলিকাতায় তাহার আপিস ছিল তাহার প্রমাণ ‘সমাচার দর্পণে প্রকাশিত এই বিজ্ঞাপনটিতে পাওয়া বাইবে – 'নুতন কেতাব। ইংরেজী বর্ণমালা অর্থ উচ্চারণ সমেত প্রথম BBBBB BB BB BBBB BBBBS BBBB BBBS DDG BB BBBBBB ছাপা হইয়াছে--- যে মহাশয়ের লইবার বাসনা হইবে তিনি মোং কলিকাতায় গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের জাপাসে কিম্বা মোং স্ত্রীরামপুরের কাছারি বাটীর নিকটে শ্রীজ্ঞান দে রোজার সাহেবের বাটীত্তে তত্ব করিলে পাইতে পরিবেন ।- ( ১৮১৮, ৩ অক্টোবর ) এই বাঙ্গালা গেজেট অল্পদিনষ্ট জীবিত ছিল । কারণেই বোধ হয় ইহার নাম সাধারণের মধ্যে তেমন প্রচলিত ছিল না । ইহার কোনো সংখ্যা এখনও আবিষ্কৃত হয় নাই ; কিন্তু তাই বলিয়া ইহার অস্তিত্ব উড়াইয়া দিতে পারা যায় না। লর্ড হেষ্টিংসের নূতন বিধি প্রকাশের পূৰ্ব্বে সংবাদপত্রের সমস্ত লেখাই—এমন কি বিজ্ঞাপন পর্যাস্ত—মঞ্জুর করিবার জন্ত সরকারের সেক্রেটারীর নিকট পেশ করিবার রীতি ছিল। ংবাদপত্র-শাসন কিরূপ কঠিনভাবে চলিয়াছিল তাহা ত্রীরামপুরের পাদরী জে. সি. মশিম্যানের একখানি চিঠির এই অংশটি পাঠ করিলেই বেশ বুঝা যাইবে – “সম্পাদকীয় মন্তব্যের স্থলে সংবাদপত্রের অনেক স্তম্ভই তারক চিহ্নিত হইয়া বাছির হইত ; কেন-না সে-সব অংশে সেনসর" তাছার সাঙ্ঘাতিক কলম চালাইয়াছেন,— শেষ মুহূৰ্ত্তে শূন্ত অংশগুলি পূরণ করিয়া দেওয়া সম্ভৰ- হয় নাই ।” সংবাদপত্র-শাসন এইভাবে প্রায় ১৭ বৎসর চলিবার পর, ১৮১৮, ১৯এ আগষ্ট বড়লাট লর্ড হেষ্টিস সম্পাদকদের -এই বন্ধন-দশা মোচন করিলেন । তিনি সংবাদপত্র- , পরীক্ষকের পদ তুলিয়া দিয়া তাহার পরিবর্ভে সম্পাদকদের ” পথনির্দেশ-স্বরূপ এখন কতকগুলি সাধারণ নিয়ম