পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BSb প্রবাসী—শ্রোবণ, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড “এইবার এল দেখি,” বলিয়। সে ক্যাণ্ডিয়ার দিকে চাহিয়া একটা ইাক দিল । ক্যাণ্ডিয়া এবারে আর দ্বিরুক্তি না করিয়া, সাবানজলের হাত মুছিয়া ফেলিক্সা তাহাজের সঙ্গে চলিল । ब्राखाइ घार ८णोप्क ज्राशब्र निप्क ७कमृहे डाकाहेछ। দেখিতে লাগিল। তাহার মহাশত্রু রোস প্যাম্বর তাহাকে পথের মাঝে দেখিয়া চীৎকার করিয়া বলিল, “চুরি করা হার ফেলে দিলেই ভাল।” এই জকারণ উৎপীড়নে ক্যাণ্ডিয়া এমনই হতবুদ্ধি হইয়া গিয়াছিল যে সে কোনো উত্তরও দিতে পারিল না । মেয়রের আপিসের সামনে একদল অকৰ্ম্ম লোক ভিড় করিয়া দাড়াইয়া ছিল । তাহারা তাহার দিকে ইা করিয়া চাহিয়া আছে দেখিয়া, রাগের চোটে ক্যাণ্ডিয়ার ভয়ভাবনা সব দূর হইয়া গেল। ঝড়ের বেগে ছুটিয়া লে মেয়রের ঘরে ঢুকিয়া পড়িল এবং চীৎকার করিয়া বলিল, “আমাকে কিলের জন্যে ডেকেছেন उनि ?” মেয়র ডন সিল্লা শাস্তিপ্রিয় মাস্থ্য, ধোপানীর মোট গলার হাকে তিনি একেবারে চমকিত হইয়া উঠিলেন। তাহার পর নিজেকে সাম্‌লাইয়া, এক টিপ, নস্য লইয়া বলিলেন, “বোল বাছা, বোস ।” ক্যাণ্ডিয়া বসিল না। তাহার শিকারী পার্থীর ঠোটের মত নাকটা রাগে ফুলিতেছিল, তাহার গাল চিবুক সব কাপিতেছিল, সে আবার বলিল, “কেন ডেকেছেন, বলুন না ?” মেয়র বলিলেন, “তুমি কাল ডন ক্রিষ্টিন লামোনিকার বাড়ীতে কাপড় দিতে গিয়েছিলে, না ?” “ষ্ট্যা, গিয়েছিলাম। তাতে হয়েছে কি ? কোনো জিনিষ কি খোয় গেছে ? সব আমি এক একটি করে গুণে মিলিয়ে দিয়ে এসেছি । কাপড় খোয়াবার মেয়ে আমি महे ।” “থাম বাছ, আমায় কথা বলতে দাও । সব রূপোর বাসনগুলো ছিল না ?” ক্যাণ্ডিয়া এতক্ষণে ব্যাপার খানিকটা বুঝিতে পারিল। छूक वांजशांथैौब्र भड डाशब्र भूष जैौरुन इङ्गेब्रा खेfण, সেই ঘরে سی۔بی۔س۔------۔ --------------------------سه এখনই যেন ছে৷ মারিবে। তাহার ঠোট কঁাপিতে ç লাগিল। - - মেয়র বলিয়া চলিলেন, “রূপোর বাসনগুলোর মধ্যে. থেকে একটা চামচ চুরি গিয়েছে। তোমার সঙ্গে ভুলক্রমে সেটা চলে যায়নি ত ?” - - ক্যাণ্ডিয়া একেবারে লাফাইয়া উঠিল। সত্যই সে কিছুই লইয়া যায় নাই । “আমি চোর ? তাই না কি ? কে বলেছে শুনি ? আমাকে চামচ নিতে কেউ দেখেছে ? আপনি যে অবাক করলেন মশায় । আমার নামে শেষে চুরির অপবাদ !” রাগের চোটে সে আর কিছু বলিতেই পারিল না । চুরির অপবাদ দেওয়াতে তাছার আরও বেশী রাগ হুইতেছিল, এইজন্য যে, মনে মনে সে জানিত, চুরি করা তাহার পক্ষে কিছু অসম্ভব নয়। মেয়র নিজের চেয়ারটিতে ভাল করিয়া হেলান দিয়া বসিয়া বলিলেন, “তুমিই তাহলে চামচট। নিয়েছ ত ?” ক্যাণ্ডিয়া শুকৃনে কাঠের মত হাত দুইখান নাড়িয় বলিয়া উঠিল, “আপনি অবাক করলেন, মশায় !" মেয়র বলিলেন, “আচ্ছা, এখন বাড়ী যাও, পরে দেখা যাবে I** ক্যাণ্ডিয়া তাহাকে অভিবাদন না করিয়াই বাহির হইয়া গেল, দরজায় তাহার মাথাট একবার ঠকিয়া গেল। রাগে তাহার বুদ্ধিশুদ্ধি লোপ পাইয়াছিল । রাস্তায় পা দিয়া লোকের ভিড় দেখিয়া সে বুঝিল সকলেই তাহাকে চোর মনে করিতেছে, তাহার • নির্দোষিতায় কেহ বিশ্বাস করে না। তবুও সে উচ্চকণ্ঠে নিজের সাফাই গাহিতে গাহিতে চলিল। রাস্তার লোকগুলা তাহার কথা শুনিয়া হাসাহাসি করিতে করিতে যে যাহার পথে চলিয়া গেল । ক্যাণ্ডিয়া রাগে পাগলের মত হইয়া বাড়ী ফিরিয়া আসিল এবং দরজার গোড়ায় বলিয়৷ কাদিতে আরম্ভ করিল। পাশের বাড়ীতে ডন ডোনাটো ব্রাণ্ডিমার্ট বলিয়া এক ভদ্রলোক বাস করিতেন, তিনি মাথা বাহির করিয়া বলিলেন, “আর একটু জোরে চীৎকার কর, রাস্তার লোকে ভাল করে শুনতে পাচ্ছে না।”