পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

哆 ৪র্থ সংখ্যা ] তখনও কাপড়ের রাশ পড়িয়া আছে, কাজেই খানিক রে কাল্পী থামাইয়া ক্যাণ্ডিয়া আবার আস্তিন গুটাইয়। sাপড় কাচিতে বসিয়া গেল। কাজ করিতে করিতে ল মনে মনে নিজের স্বপক্ষে কি কি বলা যায় সব ভাবিয়া । কি করিতে লাগিল । কেমন ভাবে, কি ভাষায় সে ফিাই গাহিবে, তাহ সাজাইয়া গুছাইয়া স্থির করিতে গিল । এ ধরণের কথা শুনিলে নিতান্ত অবিশ্বাসী fকুবও তাহাকে বিশ্বাস করিবে । - যখন তাহার কাজ শেষ হইয়া গেল, তখন ভনা ক্ষষ্টিনার সঙ্গে একবার দেখা করিবার জন্য সে বাহির छेच्च श्रृंज्रिल । কিভ, ডন ক্রিষ্টিনার সঙ্গে দেপা হইল না, তিনি বাড়ী ছলেন না । মারিয়ার সঙ্গে তাহার দেখা হইল, সে Iাণ্ডিয়ার সব কথা গভীর ভাবে শুনিয়া মাথা নাড়িতে ড়িতে ভিতরে চলিয়া গেল, কোনো কথার উত্তর লি না । ক্যাণ্ডিয়া যত বাড়ীতে কাপড় কাচিত, সব জায়গায় ক একবার ঘুরিয়া আসিল । প্রত্যেক বাড়ীতে সে রর ঘটনা বলিতে লাগিল এবং নিজের সাফাই গাহিতে গিল । লোকে তাহাকে বিশ্বাস করিতেছে না, যত খিতে লাগিল, ততই তাহার যুক্তিতর্ক বাড়িয় যাইতে াগিল, উত্তেজনাও বাড়িতে লাগিল । কিন্তু কোনো ল হইল না, সে মনে মনে বুঝিতে পারিল যে, কোনো পায়ে আর সে নিজেকে নির্দোষী প্রমাণ করিতে rরিবে না। নিরাশায় তাহার মন ভরিয়া উঠিল । ার তাহার করিবার রহিল কি ? ( e ) ডন ক্রিষ্ট্রিন নিশ্চেষ্ট ছিলেন না। তিনি সিনিগিয়৷ স্ত্রী একটি নীচজাতীয় স্ত্রীলোককে ডাকিয়া পাঠাইলেন । স্বাদুবিদ্যা মন্ত্রতন্ত্র প্রভৃতি ভাল জানে বলিয়া বিখ্যাত ল। চোরাই মাল বাহির করিতে সে অদ্বিতীয় ছিল । চলে বলিত, চোরদের সঙ্গে তাহার একটা ৰাধা ব্যবস্থা ছে । লিনিগিয়া আসিৰামান্ত্র ডন ক্রিষ্টিনা তাহাকে চুরি নাম 8వెహె -- S AAAAAA AAAA S SAAA AAAAS AAAA S AAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAeMeAAA SAAAAASA SSASAS SSAS SSAS বলিলেন, "চামচটা যদি খুজে বার করে দিতে পায়, তাহলে ডোমায় খুব ভাল করে বখশিস দেব।" সিনিগিয়া বলিল, “ভাল কথা, চব্বিশ ঘণ্টার মধ্যেই আমি মাল ঠিক বার করে দেব ।” চব্বিশ ঘণ্ট। পরে সে নিজের জবাব লইয়া আসিল । চামচট না কি উঠানের মধ্যে কুয়ার ধারে একটা গর্ভের ভিতর পাওয়া যাইবে । ডন ক্রিষ্টিন এবং মারিয়া তৎক্ষণাৎ উঠানে নামিয়া পড়িলেন এবং অল্প একটু খোজাখুজি করিতেই চামচটা বাহির হইয়া পড়িল । চামচ পাওয়ার খবর দেখিতে দেখিতে সারা শহরময় ছড়াইয়া পড়িল । ক্যাণ্ডিয়া তখন বিজয়িনীর মত মুখ করিয়া রাস্তায় রাস্তায় ঘুরিতে লাগিল। সে যেন লম্বায় আরও বাড়িয়া গিয়াছে, চলিয়াছে একেবারে মাথা খাড়া করিয়া, যাহার সহিত দেখা হয়, তাহার দিকেই এমন ভাবে হাসিয়া তাকায় যেন সে বলিতে চায়, “কেমন, আমি বলেছিলাম না ?” রাস্তার ধারের দোকানদাররা ক্যাণ্ডিয়ার বিজয়যাত্রা দেখিয়া ফিসফিস্ করিয়া কি সব বলাবলি করিতে লাগিল, তাহার পর অর্থপূর্ণ হাসি হাসিতে লাগিল । একটা মদের দোকানে ফিলিপো লা সেলভি নামক এক ভদ্রলোক বসিয়া পান করিতেছিলেন, দোকানদারকে ডাকিয়া বলিলেন, “ক্যাণ্ডিয়ার জন্যে ঠিক এই রকম এক গেলাস মদ নিয়ে এস।” & ক্যাত্তিয় মদের খুব ভক্ত ছিল, এ রকম নিমন্ত্রণ পাইয়া সে মহানন্দে দোকানের ভিতর ঢুকিয়া পড়িল । ফিলিপো লা সেলভি বলিলেন, “তোমার বাছাছুরি আছে তা বলতে হবে।” দোকানের সামনে একদল অকৰ্ম্ম লোক দাড়াইয়া তামাস দেখিতেছিল। সকলেরই যেন দুষ্টামীর মতলব । ক্যাণ্ডিয়া গেলাসটি মুখের কাছে তুলিয়াছে, এমন সময় ফিলিপো সকলকে সম্বোধন করিয়া বলিলেন, “ক্যাণ্ডিয়া আমাদের খুৰ চালাক, না? কেমন গুছিয়ে কাজ ফতে করেছে।” লোকগুলি হো হো করিয়া হাসিয়া উঠিল । একটা