পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনের ভ্রমণ শ্ৰীপ্রিয়রঞ্জন সেন, এম-এ বেহার অঞ্চলে অনেকগুলি দ্রষ্টব্য স্থানই সাধারণ বাঙালীর জানা আছে ; প্রত্যক্ষভাবে না হউক, পরোক্ষভাবে আমরা দেশের সৌন্দয্য উপভোগ করি । কিন্তু পাটনার অতি নিকটে থাকিয়া ও মনেরের নাম বড়-একটা শোনা যায় না । ইহার কারুকার্য্য কিছু জনসমাজে আর ৪ আদর পাইবার উপযুক্ত, শিল্পকৌশলের সুন্দর নিদর্শন । পাটমার আভি নিকটে বলিয়া পাটনাপ্রবাসী বাঙালী সম্ভবতঃ মনেরে গিয়া থাকিবেন। বিজ্ঞানের যুগে যান-বাইমের ব্যবস্থায়ু মনেব ঘুরিয়া আসা আদেী কঠিন নয় ; যাহার কষ্ট করিয়া একবার দেখিতে র্তাঙ্গণদের কষ্টপীকার সার্থক হইবে, এইটুকু আfশ্ব{স দে গুধ যুক্তিতে পারে । আমির সেদিন দেখিতে যাক্ট ধাইবেন, সেদিন ছিল এই ইংরেজী বৎসরের প্রথম দিন । ছুটি থাকাতে সেদিন অনেকেই আমাদের সহধারী হইয়া পড়িয়াড়িল । মুসলমানদের ৪ সেদিন ছিল পুণ্যদিন, দলে দলে " যাত্রী মান দিক হইতে মনের অভিমুখে আসিতেছিল । গঙ্গার ধার দিয়া বঁধে রাস্ত ; সেই প্রশস্ত রাজপথে অনেকট। দূর আমরা সেই পথ দিয়াই অতিক্রম করিলাম । পাটনা শহর, স্বতরাং শীতকালে ভিন্ন অন্য সময় দিবা দ্বিপ্রহরে বাহির হইলে তাহ নিশ্চয়ই বিশেয মুখদায়ক হইত না। শীতের মধ্যাহ্নে যতটা রৌদ্রতাপ সহ করিতে হইত, শীকরকণাপৃক্ত বায় তাহাও দূর করিয়া দিল । Ե o-ան: পথে পড়িল দানাপুর সেনানিবাস । এখান হইতে মনের দশ মাইল মাত্র । নূতন বৎসরের প্রথম দিন,— দলে দলে সৈনিকদিগকে পথে বেড়াইতে দেপিলাম । সকলেরই যেন আঞ্জ অখণ্ড অবসর, কাহারও কোনও ব্যস্তভ নাই । মনেরে পৌছিতে প্রায় তিনটা বাজিল ; একটি বেশ ভাল ডাকবাংলা আছে, মোটর ও সাজসরঞ্জাম সেপানে রাথিয়া সদলবলে দেখিতে বাহির হইলাম। শতাধিক বৎসর পূৰ্ব্বে জনৈক ইউরোপীয় ভ্রমণকারী,* পরবর্তী বিদেশী পৰ্য্যটকদের সাহায্যের জন্ম লিখিয়া গিয়াছেন, পাটনা হইতে দানাপুর নৌকাযোগে ছোট দরগা যাইতে আট ঘণ্টা সময় লাগে ! তাহার স্থানে আঞ্জ এক ঘণ্টার ও কম সময় প্রয়োজন । - ডাকবাংলা হইতে বাহির হইয়া প্রথমেই এক দীঘি ; ইহার সঙ্গে শোণ-নদের যোগ আছে, চার শত ফিট দীর্ঘ

  • Bта. Таа е ѣхаан, 1926.